আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি
অবশেষে, আবহাওয়ার পরিবর্তনের খবর জানিয়ে দিল হাওয়া অফিস। আজ রাত থেকেই বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।আইএমডি-এর তরফ থেকে বলা হয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।অপরদিকে, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলবে বলে খবর।
পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঘূর্ণাবর্ত উত্তর প্রদেশ থেকে ক্রমশ সরে বিহার - ঝাড়খন্ডের দিকে আসছে। অন্যদিকে হাই প্রেসার জোন তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকে বৃষ্টির সম্ভাবনা।আইএমডি-এর তরফ আরও বলা হয়েছে যে, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, উড়িষ্যা এবং জম্মু ও কাশ্মীর যে ঘন কুয়াশায় মুড়ে আছে তা আগামীকাল পর্যন্ত থাকবে।
সকালে কুয়াশা ও দিনভর মেঘলা আকাশ সঙ্গে কয়েক দফা বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। দিনভর শীতের আমেজ থাকবে। তবে রাতের তাপমাত্রা শুক্রবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে। উত্তরবঙ্গে আগামী পাঁচদিন তাপমাত্রার কোন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই।