মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে ৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল সেটিই রবিবারে নিম্নচাপে পরিণত হয়েছে ৷ওড়িশা, ঝাড়খণ্ড ও ছত্তীসগড়ে নিম্নচাপটি শক্তি হারিয়েছে ৷ কিন্তু এরপরেও ওড়িশা, বাংলা, ঝাড়খণ্ড ও ছত্তীসগড়ে বৃষ্টিপাত চলছে ৷আবহাওয়া দফতর জানিয়েছে প্রস্তুত নিম্নচাপটি ওড়িশার পথ দিয়ে ভূভাগে প্রবেশ করেছে ৷ এরপরে উত্তর পশ্চিমে অগ্রসর হতে চলেছে ৷ অন্যদিকে আগামী ৪৮ ঘণ্টায় নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলেই জানতে পারা গিয়েছে ৷
জোড়া ঘূর্ণাবর্তর ফলে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলেই জানতে পারা গিয়েছে ৷ একই জায়গায় অর্থাৎ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে ৷জোড়া ঘূর্ণাবর্তর জেরেই উপকূলে ভারী বৃষ্টিপাত হতে পারে ৷ আগামিকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে ৷ কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ৷উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় মাঝারি থেকে হাল্কা বৃষ্টিপাত হতে পারে ৷এরফলে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ৷