৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ
বঙ্গোপসাগরের ওপর তৈরি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র আর কয়েক ঘণ্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে৷ আইএমডি-র ওয়েদার আপডেট অনুযায়ি উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে তৈরি এই নিম্নচাপ একাধিক রাজ্যে প্রভাব ফেলবে৷ মূলত এরই জেরে ৪৮ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ৷আজ অর্থাৎ মঙ্গলবার বঙ্গে দুম করে অনেকটাই বাড়বে বৃষ্টির পরিমাণ। অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি কলকাতায় আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে৷বিকেলের দিক থেকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হতে পারে ৯১ শতাংশ অবধি৷ যার জেরে অস্বস্তি জারি থাকবে৷ ফলে বারেবারে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গবাসী হাঁসফাঁস আর্দ্রতার ফাঁসে নাকাল হবে চূড়ান্ত৷অতিরিক্ত আর্দ্রতার জেরে ফিল লাইক তাপমাত্রার সর্বোচ্চ পরিমাণ সেই ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে৷ অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি মঙ্গলবারের সর্বোচ্চ ফিল লাইক তাপমাত্রা হতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস৷ ৩ আগস্ট পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্র-বিদ্যুৎ- সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের কিছু অংশেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মারাঠওয়াড়া, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তামিলনাড়ু, পুদুচেরি এবং করাইকলেও৷মাঝারি থেকে ভারী বৃষ্টি জারি থাকবে হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে৷ তাছাড়াও এই ওয়েদার বজায় থাকবে পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উপ- এবং সিকিম, বিহার, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, মারাঠওয়াড়া, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামের বিচ্ছিন্ন জায়গায় ১ অগাস্ট ৩ অগাস্ট পর্যন্ত একই রকম আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই জাগয়াগুলিতে বজ্র-বিদ্যুৎ- সহ ঝড়ও হতে পারে৷ বিদর্ভেও এই আবহাওয়া জারি থাকবে৷