তাপ কমা শুরু হবে তপ্ত দক্ষিণবঙ্গে ! সংগৃহীত ছবি
শনিবার বিকাল থেকেই ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বইতে পারে ঝোড়ো হাওয়া। যার রেশ চলবে আগামী কয়েক দিন পর্যন্ত। তাপ কমা শুরু হবে তপ্ত দক্ষিণবঙ্গে। পূর্বাভাস দিয়ে এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হতে পারে কলকাতায়। বৃষ্টিতে ভিজতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা। রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে, কলকাতা, দুই পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে।
ঘূর্ণিঝড় মোকা যে বাংলায় আসছে না, তা এক রকম নিশ্চিত করেই জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। তবে ঘূর্ণিঝড় না এলেও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের ৫ জেলায়। আলিপুরের আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও। অন্য দিকে, ঝোড়ো হাওয়া না বইলেও শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে কলকাতা, হাওড়া এবং হুগলিতে।
আলিপুর আবহাওয়া দফতর শনিবার থেকেই হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে। সোমবারেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। তবে ১৪ এবং ১৫ তারিখ থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শুধু তাই নয়, আগামী তিনদিন দুই বঙ্গেই তাপমাত্রা নতুন করে বৃদ্ধির সম্ভাবনা নেই।