You will be redirected to an external website

Ram Rahim: জেল থেকে মুক্তি পাচ্ছেন রাম রহিম, ৩০ দিনের প্যারোলের আর্জি মঞ্জুর

Ram-Rahim:-জেল-থেকে-মুক্তি-পাচ্ছেন-রাম-রহিম,-৩০-দিনের-প্যারোলের-আর্জি-মঞ্জুর

জেল থেকে মুক্তি পাচ্ছেন রাম রহিম

বৃহস্পতিবার রাম রহিমের ৩০ দিনের প্যারোলের আবেদন মঞ্জুর করেছে হরিয়ানা সরকার। চলতি বছরের জানুয়ারি মাসেই প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। বার বার রাম রহিমকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে নানা মহলে।

বিচারাধীন বন্দি বা সাজাপ্রাপ্ত বন্দিদের বিশেষ কারণে সাময়িক মুক্তি দেওয়া হয়। অনেক সময় জেলে ভাল আচরণের জন্যও বন্দিদের মুক্তি দেওয়া হয়। একে প্যারোল বলে। সামাজিক বা মানবিক কারণে প্যারোলে মুক্তি মিললেও তার সময় কয়েক ঘণ্টাও হতে পারে। আবার কয়েক দিনের জন্যও হতে পারে।

৩০ দিনের প্যারোলে উত্তরপ্রদেশের বাগপত জেলায় শাহ সতনাম আশ্রমে থাকবেন রাম রহিম। এ নিয়ে জেলে যাওয়ার পর পাঁচ বার প্যারোলে মুক্তি পাচ্ছেন তিনি। সিরসার আশ্রমে দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে ডেরা সাচা সৌদা প্রধানকে দোষী সাব্যস্ত করে ২০ বছর কারাবাসের রায় দিয়েছে আদালত।

এর আগে, প্যারোলে মুক্তি পেয়ে উত্তরপ্রদেশে বারনাওয়া আশ্রমে গিয়েছিলেন ডেরা প্রধান। প্যারোলে থাকাকালীন নিজের মিউজ়িক ভিডিয়োও প্রকাশ করেছিলেন তিনি। জেল থেকে বেরিয়ে নিয়মিত অনলাইনে সৎসঙ্গ করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mount-Kailash:-সেপ্টেম্বর-থেকে-কৈলাস-যাত্রায়-যেতে-পারবেন-পুণ্যার্থীরা... Read Next

Mount Kailash: সেপ্টেম্বর থেকে কৈ...