রামমন্দির উদ্বোধন হবে আগামী বছরের ২২ জানুয়ারি
রামমন্দির উদ্বোধন হবে আগামী বছরের ২২ জানুয়ারি। আর ‘প্রাণ প্রতিষ্ঠা’র সেই মুহূর্তের সাক্ষী থাকতে মুখিয়ে রয়েছেন দেশ-বিদেশের বহু মানুষ। অযোধ্যা প্রশাসন তাই মনে করছে, ওই দিন গোটা শহরে উপচে পড়তে পারে ভিড়।
অযোধ্যার হোটেল মালিকগুলির দাবি, শহরের বেশির ভাগ হোটেল তিন দিনের জন্য বুকিং হয়ে গিয়েছে। রামমন্দির উদ্বোধনের এখনও আড়াই মাস বাকি, তার আগেই ৮০ শতাংশ হোটেল বুকিং হয়ে গিয়েছে বলে দাবি তাঁদের। হোটেল মালিকরা জানাচ্ছেন, যে হেতু ২২ জানুয়ারি উদ্বোধন হবে, তাই তার আগের দিন অর্থাৎ ২১ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত হোটেল বুকিং করে রেখেছেন বহু পর্যটক।
এক হোটেলের ম্যানেজার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হোটেল বুকিংয়ের হিড়িক দেখে বোঝাই যাচ্ছে, উদ্বোধনের দিন অযোধ্যায় কত মানুষ হাজির হতে হতে চলেছেন। তবে হোটেলিগুলিও পর্যটকদের স্বাগত জানাতে পুরোদমে প্রস্তুত। দর্শনার্থীদের যাতে কোনও রকম অসুবিধার মুখে পড়তে না হয়, এখন থেকেই সেই কাজগুলি সেরে ফেলতে চাইছেন হোটেল মালিকরা।