You will be redirected to an external website

Rashid Khan: রাশিদ খানের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক, দেওয়া হল ভেন্টিলেশনে

Rashid-Khan:-রাশিদ-খানের-শারীরিক-অবস্থা-অতি-সঙ্কটজনক,-দেওয়া-হল-ভেন্টিলেশনে

রাশিদ খানের শারীরিক অবস্থা অতি সঙ্কটজনক

‘অতি সঙ্কটজনক’ অবস্থায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এর ভেন্টিলেশনে দেওয়া হয়েছে গায়ককে। রাখা হয়েছে অক্সিজেনের সাহায্যে। বছরের শেষে কিছুটা আশার আলো দেখা গেলেও মঙ্গলবার সকালে আচমকাই তাঁর অবস্থার অনেকটা অবনতি হয়। অনেকগুলো দিন হয়ে গেল হাসপাতালে ভর্তি রয়েছেন শিল্পী। বছরের শেষে যদিও তাঁর স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন।

মাসখানেকেরও বেশি সময় ধরে শাস্ত্রীয় সঙ্গীতের এই শিল্পী হাসপাতালে ভর্তি। অতীতে তাঁর প্রস্টেটে ক্যানসার হয়েছিল। সেখান থেকে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছিলেন। তার মধ্যেই তাঁর মস্তিষ্কে একাধিক বার রক্তক্ষরণ (স্ট্রোক) হয়। এর পরই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেই থেকে তিনি চিকিৎসাধীন। যে হেতু চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছিলেন, সেই সঙ্কটও তিনি কাটিয়ে উঠতে পারবেন সময়ের সঙ্গে সঙ্গে, এমনটাই মনে করছিলেন অনেকে। তার মধ্যেই স্বাস্থ্যের অবনতির খবর মিলল। হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল, ‘‘শিল্পীর অবস্থা অতি সঙ্কটজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।’’

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Narendra-Modi:-দক্ষিণ-ভারত-সফর-সেরে-ফেলেছেন-মোদী,প্রথম-সপ্তাহের-মধ্যে-সব-রাজ্যে-প্রচারে-মোদী Read Next

Narendra Modi: দক্ষিণ ভারত সফর সে...