পুরী থেকে কলকাতায় মহাসমারোহে পালিত হল রথযাত্রা উৎসব
প্রতি বছরের মতো এবারেও ধূমধামের সঙ্গে রথযাত্রা উৎসব পালিত হল পুরীতে। তবে ৫৩ বছর পর এবার ওড়িশায় সকালের বদলে বিকালে রথযাত্রার সূচনা হল ওড়িশায় এবারে রাজনৈতিক পালাবদল হলেও রথযাত্রা উৎসবে সামিল হয়েছেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। রথযাত্রার সূচনায় জগন্নাথদেবকে প্রণাম জানিয়ে রাজ্যবাসীর প্রতি প্রণাম ও অভিনন্দন জানিয়েছেন নবীন পট্টনায়েক পুরীর রথযাত্রা উৎসবে এবারে সামিল হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও, যা পুরীর রথযাত্রা উৎসবে নতুন ইতিহাস গড়ল। রাষ্ট্রপতির সঙ্গে রথের রশিতে টান দেন ওড়িশার মন্ত্রী থেকে শাসকদলের নেতৃবৃন্দ
প্রতি বছরের মতো এবারেও পুরীতে জগন্নাথদেবের রশিতে টান দিতে সারা দেশ থেকে পুণ্যার্থীর ঢল নামে। একেবারে ভক্তদের কাঁধে চড়ে রথে ওঠেন জগন্নাথদেবপুরীর মতো অন্যান্য রাজ্যেও মহা সমারোহে রথযাত্রা উৎসব পালিত হয়। কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ইসকন মন্দিরের কাছেই মাথায় বৃষ্টি নিয়ে, রাস্তায় ফুল ছড়িয়ে রথের রশি টেনে কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী থেকে শাসকদলের নেতৃবৃন্দ