You will be redirected to an external website

আসানসোল জেলে ফেরত যেতে চেয়ে কাতর প্রার্থনা অনুব্রতর !

তিহাড় থেকেই আর্জি অনুব্রতের ! সংগৃহীত ছবি

"শরীর ভালো নেই স্যার, অনেক সমস্যা। আমাকে আসানসোল জেলে ফেরত চেয়ে নিন৷" তিহাড় সংশোধনাগারে থাকতে থাকতে ক্লান্ত অনুব্রত মণ্ডলের কাতর আবেদন আসানসোল সিবিআই বিচারকের কাছে। এই সঙ্গে তাঁর দাবি, মিথ্যে মামলায় তাঁকে ফাঁসানোর চেষ্টা হয়েছে।

বৃহস্পতিবার শুনানির শুরু থেকেই বীরভুমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গলা সুর একেবারে নরম। শুরুতেই বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রতকে জিজ্ঞেস করেন, "কেমন আছেন ?" অনুব্রত মণ্ডল জানান, শরীর ভালো নেই। অনেক সমস্যা। বিচারক জিজ্ঞেস করেন, "আপনি যে আসানসোল জেলে ফিরে যাওয়ার জন্য আবেদন করেছিলেন সেটার এখন অবস্থা কী ?" এরপরেই অনুব্রতর কাতর আবেদন,"স্যার ওটা চলছে । আমাকে আপনি আসানসোল জেলে ফেরত চেয়ে নিন।" বিচারক রাজেশ চক্রবর্তী বলেন, "ওটা আমার হাতে নেই। সম্পূর্ণ হাইকোর্টের বিষয়।"

বিচারক এদিন সায়গলের উদ্দেশে বলেন, "সায়গল সব ঠিক আছে ?" পাশ থেকে অনুব্রত মণ্ডল আবার বলে উঠলেন, "সিবিআই মামলায় আমায় এ বার বেল দিয়ে দিন। ওটা মিথ্যে মামলা।" বিচারক জানান, "আমরা সরকারি লোকজন। কাগজপত্র, নথি সব দেখেই আমাদের বিচার করতে হয়।" বিচারক রাজেশ চক্রবর্তী অনুব্রত মণ্ডলকে বলেন, "তিহাড় জেলে যদি কোনও অসুবিধা হয়, জেল সুপারকে জানাবেন । ওখানে পরিবেশ তো একটু আলাদা । কোনও রকম দ্বিধা সংকোচ করবেন না ।" বৃহস্পতিবার তিহাড় সংশোধনাগার থেকে অনুব্রত মণ্ডল ও সায়গল হোসেনের ভার্চুয়াল শুনানি হয় আসানসোল সিবিআই আদালতে। বিচারক রাজেশ চক্রবর্তী পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ১১ মে।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ঘূর্ণাবর্ত,-নিম্নচাপ!-রাজ্যে-কবে,-কোথায়-বর্ষণ?-জানাল-হাওয়া-অফিস Read Next

ঘূর্ণাবর্ত, নিম্নচাপ! রা...