রবিবার ভোর ছ’টা পর্যন্ত সেতুতে যানবাহন চলাচল বন্ধ! সংগৃহীত ছবি
কেবল পরীক্ষা ও মেরামতির কাজের জন্য আগামী ২৯ এপ্রিল এবং ৩০ এপ্রিল রাতে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু দিয়ে সব রকমের যান চলাচল। লালবাজার জানিয়েছে, শনিবার রাত ১২টা থেকে পরের দিন সকাল ৬টা এবং রবিবার রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে এই সেতু।
শনি ও রবিবারের জন্য সমস্ত গাড়ি শহর থেকে ঢোকা ও বেরনোর জন্য বিকল্প পথ প্রস্তুত রেখেছে কলকাতা পুলিসের ট্রাফিক বিভাগ। মঙ্গলবার বিকেলে এনিয়ে লালবাজারে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বিশেষ কমিশনার, যুগ্ম কমিশনার ও ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা। লালবাজার সূত্রের খবর, এই দু’দিন রাতে বিদ্যাসাগর সেতুর পরিবর্তে মূলত দু’টি বিকল্প পথের ব্যবস্থা করেছে পুলিস। প্রথমত, ছোট গাড়ি, বাইক, ট্যাক্সি, অ্যাপ ক্যাব ইত্যাদিকে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ দিয়ে হাওড়ার দিকে পাঠানো হবে। অন্যদিকে, সমস্ত পণবাহী গাড়ির জন্য পৃথক রাস্তার নির্দেশিকা দেওয়া হয়েছে। ২৯ ও ৩০ এপ্রিল রাতে সমস্ত হাওড়ামুখী পণ্যবাহী গাড়ি সেন্ট্রাল অ্যাভিনিউ-বিটি রোড-ডানলপ হয়ে নিবেদিতা সেতু দিয়ে যাতায়াত করবে। লালবাজার আরও জানিয়েছে, প্রয়োজন হলে শহরের অন্যান্য রাস্তা দিয়ে গাড়ির গতিপথ বদল করা হতে পারে।
লালবাজার জানিয়েছে, যে সব পণ্যবাহী লরি এখন বেহালা-আলিপুরের দিক থেকে এসে বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করে, সেগুলিকে ওই দু’দিন হসপিটাল রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, টালা সেতু, বি টি রোড হয়ে নিবেদিতা সেতু দিয়ে পাঠানো হবে। টালিগঞ্জ-ভবানীপুরের দিক থেকে আসা লরি বা ট্রাককে এক্সাইড মোড়, ধর্মতলা হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে ওই একই রুটে। আবার বন্দর এলাকা থেকে যে সব লরি এবং ট্রাক শহরের বাইরে যায়, সেগুলি হেস্টিংস মোড় থেকে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড, কিংস ওয়ে, ধর্মতলা হয়ে পাঠানো হবে নিবেদিতা সেতুতে।