শনিবার মণিপুরে পৌঁছবেন ‘ইন্ডিয়া’র প্রতিনিধিরা
জাতিগত হিংসায় উত্তপ্ত মণিপুরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে সে রাজ্যে যাচ্ছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র একটি প্রতিনিধিদল। আগামী শনিবার মণিপুরে পৌঁছবেন প্রতিনিধিদলের সদস্যেরা। রবিবার পর্যন্ত সেই রাজ্যে থেকে প্রায় সব পক্ষের সঙ্গে আলোচনা করবেন তাঁরা।
এই প্রসঙ্গে কংগ্রেস নেতা মণিকম টেগোর বলেন, “আগামী শনিবার এবং রবিবার দু’দিনের সফরে যাচ্ছেন ‘ইন্ডিয়া’র সাংসদেরা।” বিরোধী জোটে শামিল যে সব দলের সাংসদ নেই, তারা দলীয় প্রতিনিধি হিসাবে অন্য কাউকে পাঠাবে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, গত মে মাসে মণিপুরে হিংসা ছড়িয়ে পড়ার পর এই প্রথম বিরোধী দলগুলি সম্মিলিত ভাবে প্রতিনিধি পাঠাতে চলেছে সেখানে। এর আগে সে রাজ্যে গিয়ে একাধিক পক্ষের সঙ্গে কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আলাদা করে মণিপুরে প্রতিনিধিদল পাঠিয়েছে তৃণমূল এবং বামেরাও।
মণিপুরে ‘ইন্ডিয়া’র সম্ভাব্য কর্মসূচির কথা জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, “প্রতিনিধিদলের সদস্যেরা মণিপুরের পাহাড় এবং উপত্যকা অঞ্চলের মানুষের সঙ্গে দেখা করবেন। সে রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গে কথা বলা হবে। কিছু আশ্রয়শিবিরও ঘুরে দেখবেন প্রতিনিধিরা।” মণিপুর নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে বিরোধী সাংসদদের বিক্ষোভে বাদল অধিবেশনের গোড়ার দিন থেকেই উত্তাল থেকেছে রাজ্যসভা এবং লোকসভা।