You will be redirected to an external website

Sikkim landslides: রবিবার থেকে পর্যটকদের উদ্ধার শুরু হবে সিকিমে

Sikkim-landslides:-রবিবার-থেকে-পর্যটকদের-উদ্ধার-শুরু-হবে-সিকিমে

রবিবার থেকে পর্যটকদের উদ্ধার শুরু হবে সিকিমে

আটকে থাকা পর্যটকদের উদ্ধারের কাজ রবিবার থেকেই শুরু করতে চলেছে সিকিম সরকার। শুক্রবার থেকে প্রশাসনিক আধিকারিকেরা ভারতীয় বায়ুসেনার সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন পর্যটকদের আকাশপথে উদ্ধারের ব্যাপারে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা কতটা সম্ভব হবে, তা নিয়ে সংশয় ছিল।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উত্তর সিকিমের লাচুং-চুংথামে ১২০০ পর্যটক আটকে। তাঁদের মধ্যে অন্তত ৭০০ পর্যটক বাঙালি। লাচুং আর মঙ্গনের মাঝে সাংকালান সেতু ভেঙে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। গত অক্টোবরে সিকিমে প্রাকৃতিক দুর্যোগের সময়ে সাংকালানের পুরনো সেতু ভেঙে পড়েছিল। সেই সময় সেনাবাহিনীই বেইলি ব্রিজ তৈরি করেছিল আটকে পড়াদের উদ্ধার করার জন্য। এ বারের বিপর্যয়ে সেই সেতুও ভেঙে পড়েছে। গত দু’দিন ধরে সেতুটি মেরামতির কাজ চলেছে। শনিবার তা সম্পূর্ণ হয়েছে। তাই আর দেরি না করে রবিবার থেকেই উদ্ধারকাজ শুরু করে দেওয়ার কথা ভাবা হয়েছে। আকাশপথে পর্যটকদের উদ্ধার করা সম্ভব হয় কি না, সেটাই প্রথমে দেখা হবে। বৃষ্টির ফলে দৃশ্যমানতা কম আর মেঘ অনেক নীচ দিয়ে যাওয়ার কারণে শনিবার চপারে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি।

সিকিম সরকার জানিয়েছে, বিপর্যয়ে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Smriti-Mandhana:-দক্ষিণ-আফ্রিকার-বিরুদ্ধে-প্রথম-ম্যাচেই-শতরান-করলেন-ভারতের-স্মৃতি-মন্ধানা Read Next

Smriti Mandhana: দক্ষিণ আফ্রিকার ব...