ভূমিকম্পের ঝাঁকুনি অনুভব করল গুয়াহাটির বাসিন্দারা ! সংগৃহীত ছবি
৩.৭ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে অসমের রাজধানী গুয়াহাটি ও তার পার্শ্ববর্তী অঞ্চল। আজ সোমবার বিকাল ০৪:৫২টায় সংঘটিত ভূমিকম্পে আতংকের সৃষ্টি হয় গোটা মহানগরে। তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির প্রথামিক তথ্যে জানা গেছে, আজ বিকাল ০৪টা ৫২ মিনিট ২৭ সেকেন্ডে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল গুয়াহাটি মহানগর থেকে ১৮ কিলোমিটার দূরে কামরূপ জেলার ভূগৰ্ভের ১০ কিলোমিটার গভীরে।প্রাপ্ত খবরে প্রকাশ, ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে পার্শ্ববর্তী বাংলাদেশ এবং ভুটানেও।গুয়াহাটিতে ভূকম্পনের ফলে নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু মানুষ বাড়িঘর ও আবাসন থেকে বেরিয়ে নিরাপদ স্থানে যেতে হুড়োহুড়ি শুরু করেন।
এখানে উল্লেখ করা যেতে পারে, সাম্প্রতিককালে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। গতকাল রবিবার ১৬ এপ্ৰিল সকাল ০৭:২২টায় মণিপুরের ননে জেলায় রিখটার স্ক্যালে ৩.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল জেলার উত্তর-উত্তরপূর্বে ভূগৰ্ভের ১০ কিলোমিটার গভীরে ২৪.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৯৩.৬৯ দ্রাঘিমাংশে ছিল।