You will be redirected to an external website

বুধবারের তুলনায় বেড়েছে বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা

বুধবারের-তুলনায়-বেড়েছে-বৃহস্পতিবারের-সর্বোচ্চ-তাপমাত্রা

তাপমাত্রা বাড়ায় নাজেহাল রাজ্যবাসী । সংগৃহীত ছবি

সকাল থেকে রোদের ব্যাটিং শুরু হয়েছে কলকাতা ও তার আশেপাশের এলাকায়। একেবারে গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বুধবারের তুলনায় বেড়েছে বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা। উত্তরবঙ্গের ২ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি কোনও জেলায়, এমনকি দক্ষিণবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। প্রত্যেকদিনই ধীরে ধীরে বাড়বে তাপমাত্রার পারদ।

বৃহস্পতিবারেও দিনভর কুয়াশায় ঢাকা থাকল উত্তরবঙ্গ। আকাশে মেঘ থাকায় সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। কুয়াশার কারণে এ দিন সকাল থেকে বাগডোগরা বিমানবন্দরে পরপর আটটি বিমান বাতিল করে দেওয়া হয়। কুয়াশা থাকলে শুক্রবারেও একাধিক বিমান বাতিল হয়ে যেতে পারে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের আশঙ্কা। মেঘে ঢাকা আকাশ, কুয়াশা ও কনকনে ঠান্ডা হাওয়াতিনের ছোঁয়ায় উত্তরবঙ্গের স্বাভাবিক জনজীবন প্রায় বিপর্যস্ত। এদিন সকালে শিলিগুড়ি ও জলপাইগুড়িতে ঝিরঝির করে বৃষ্টিও হয়েছে। ফলে শীত আরও বেড়ে যায়। যদিও আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা হঠাৎ করে কমে গেলে কুয়াশা জমে ঝরতে শুরু করে।

হাওয়া অফিস সূত্রে আরও খবর, কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৬ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৪ শতাংশ।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

৩০-শতাংশ-ট্যাক্স-,কাদের-পকেটে-জ্বালাবে-আগুন?
Read Next

৩০ শতাংশ ট্যাক্স ,কাদের প...

Related News