You will be redirected to an external website

Giorgia Meloni Narendra Modi: মেলোনির ডাকে সাড়া দিয়ে ইটালি যাবেন মোদী

Giorgia-Meloni-Narendra-Modi:-মেলোনির-ডাকে-সাড়া-দিয়ে-ইটালি-যাবেন-মোদী

মেলোনির ডাকে সাড়া দিয়ে ইটালি যাবেন মোদী

তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর এ বার ‘প্রিয় বন্ধু’, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দেশে যাওয়ার প্রস্তুতি নরেন্দ্র মোদীর।

গত দশ বছরে যাঁর পায়ের তলায় সর্ষে দেখেছে ভারত, গত দু’মাস ভোটের কারণে স্বাভাবিক ভাবেই বিদেশ যাওয়া বন্ধ ছিল সেই মোদীর। তৃতীয় দফার প্রথম বিদেশ সফর হিসাবে ইটালিকেই বাছলেন তিনি। আগামী ১৪ জুন, জি৭-ভুক্ত রাষ্ট্রগুলির ‘আউটরিচ’ অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে মেলোনির পাঠানো চিঠিতে সাড়া দিয়েছেন মোদী।

কূটনীতিতে নেতাদের ব্যক্তিগত রসায়ন বরাবরই জায়গা করে নিয়েছে বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক তৈরিতে। গত বছরের শেষে নরেন্দ্র মোদী দুবাইয়ে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের সময় মেলোনির তাঁর সঙ্গে তোলা একটি নিজস্বীতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছিলেন, ‘‘বন্ধুদের সাথে দেখা করা সব সময়ই আনন্দের।’’ মেলোনিও তাঁকে ‘প্রিয় বন্ধু’ হিসাবেই বর্ণনা করে এসেছেন বরাবর। এই ভোটেরফল বেরনোর পরে ইউরোপীয় রাষ্ট্রনেতৃদের মধ্যে তিনিই সর্বাগ্রে অভিনন্দন জানান মোদীকে। এ বার ইটালি গিয়ে মোদী স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং উন্নয়ন নিয়ে কথা বলবেন বলেই জানা গিয়েছে। জি২০-তে ভারতের সাফল্যকেও তুলে ধরবেন। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Sukanta-Majumdar:-প্রথম-বার-কেন্দ্রে-মন্ত্রী-হয়েই-জোড়া-দায়িত্ব-পেলেন-সুকান্ত,-কী-কী-পেলেন-মজুম Read Next

Sukanta Majumdar: প্রথম বার কেন্দ্র...

Related News