You will be redirected to an external website

ভোটের আগেই অবসর মুখ্যসচিবের, কেন্দ্রের কাছে মেয়াদ বৃদ্ধির আবেদন

ভোটের-আগেই-অবসর-মুখ্যসচিবের,-কেন্দ্রের-কাছে-মেয়াদ-বৃদ্ধির-আবেদন

ভোটের আগেই অবসর মুখ্যসচিবের

ভোটের আগেই অবসর রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। ৩০ জুন অবসর নেওয়ার কথা তাঁর। কিন্তু বাংলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রাক মুহূর্তে মুখ্যসচিবের অবসর নিয়ে চাপে রাজ্য। ইতিমধ্যেই কেন্দ্রের কাছে মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে রাজ্য। তবে কেন্দ্রের তরফে এখনও কোনও উত্তর আসেনি। সূত্রের খবর, হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ বৃদ্ধি না হলে, পরবর্তী মুখ্যসচিব হতে পারেন বর্তমান স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা। 

এর আগেও দেখা গিয়েছে, পূর্বতন মুখ্যসচিবের কার্যকালের মেয়াদ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ অবসরের পরেও তিনি এক্সটেনশন পেয়েছেন। আবার অনেকে এক্সটেনশন প্রস্তাব পেয়েও গ্রহণ করেননি, এমন নির্দশনও রয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যেই হরিকৃষ্ণ দ্বিবেদীর এক্সটেনশন সংক্রান্ত ফাইল দিল্লির কর্মিবর্গ দফতরে পাঠানো হয়েছে। উল্লেখ্য এই দফতরটি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে।২০২১ সালে আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তাঁর আগে তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন। হরিকৃষ্ণ দ্বিবেদী ১৯৮৮ সালের ক্যাডারের আইএএস। মুখ্যসচিব হওয়ার আগে তিনি বেশ কিছু দিন অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্ব সামলেছেন। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

‘আসল-চোট-না-রাজনৈতিক-চোট-বোঝা-যাচ্ছে-না’,-মমতাকে-খোঁচা-দিলীপের Read Next

‘আসল চোট না রাজনৈতিক চোট ...