হরিদেবপুর পোস্ট অফিসের সামনে রাস্তা অবরোধ ! প্রতীকী ছবি
গরমে ওস্তাগত প্রাণ সাধারণ মানুষের। তার মধ্যে সোমবার রাত থেকে টানা লোডশেডিং হরিদেবপুর এলাকার বিস্তীর্ণ অঞ্চলে। চরম ভোগান্তির মুখে স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় হরিদেবপুর পোস্ট অফিসের সামনে রাস্তা অবরোধ করেন এলাকার লোকজন। যদিও পুলিশ এসে তাঁদের বুঝিয়ে পথ অবরোধ তুলে দেয়।
প্রচন্ড গরমে রাতেই ভোরের আলো ফোটার আগেই ঘরের বাইরে বেরিয়ে আসেন কেউ কেউ। রাস্তায়, গাছের নিচে সকাল থেকে ভিড় ছোট-বড় সকলের। অভিযোগ, স্থানীয় একটি ট্রান্সফরমারে বৈদ্যুতিক গোলযোগ হয়েছে। আর তাতেই বিচ্ছিন্ন এলাকা জুড়ে বিদ্যুৎসংযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার তাঁরা সিইএসসি-কে খবর দিলেও কোনও ব্যবস্থা নেয়নি।
পরে সিইএসসির পক্ষ থেকে জেনারেটর দিয়ে বিকল্প ব্যবস্থা করা হয়েছে ঘরে ঘরে। কিন্তু সেটাও পর্যাপ্ত নয় বলে অভিযোগ বাসিন্দাদের। তাদের আশঙ্কা মঙ্গলবারও হয়তো বিদ্যুৎ আসবে না এলাকায়। ঘরে বয়স্করা রয়েছেন, রয়েছে শিশু। রোগীও রয়েছেন অনেকে। এভাবে টানা বিদ্যুৎ না থাকায় গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও এ নিয়ে সিইএসসির তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বক্তব্য পাওয়া যায়নি।