You will be redirected to an external website

ছাত্র-ছাত্রীদের প্রতিবাদে সড়ক অবরোধে ভোগান্তি সাধারণ মানুষ !

ছাত্র-ছাত্রীদের সড়ক অবরোধ । সংগৃহীত ছবি

শিক্ষক বদলির প্রতিবাদে কৈলাসহর টিলাবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করেছে। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। তাতে, নিত্যযাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ইরানি থানার পুলিশ ও বিদ্যালয় পরির্দশক। বিদ্যালয় পরিদর্শকের আশ্বাসে প্রায় দুই ঘন্টা পর ছাত্র-ছাত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করেছে।

ছাত্র ছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে শিক্ষক নেই। তার মধ্যে শিক্ষকদের অন্যান্য স্কুলে বদলি করে দেওয়া হচ্ছে। বিদ্যালয়ের রসায়ন শিক্ষক বিভাস দত্ত দীর্ঘ দিন ধরে ওই বিদ্যালয়ে চাকরি করে আসছিলেন। কিন্তু তাঁকে কৈলাসহর শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বদলি করে দেওয়া হয়েছে বলে জানান ছাত্র ছাত্রীরা। এরই প্রতিবাদের মঙ্গলবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা।

তাদের দাবি, রসায়ন বিভাগের শিক্ষককে বদলি করা যাবে না। কারণ, তাতে তাদের পড়াশুনোর ব্যাঘাত ঘটতে পারে। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। নিত্যযাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ইরানি থানার পুলিশ সহ বিদ্যালয় পরিদর্শক। বদলির বিষয়টি পুণরায় বিবেচনা করা হবে বিদ্যালয় পরিদর্শকের আশ্বাসে প্রায় দুই ঘন্টার পর ছাত্র-ছাত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করেছে।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

আর-ঘণ্টা-কয়েক-পরেই-ঘূর্ণিঝড়-‘মোকা’-শক্তিবৃদ্ধির-সময়-জানাল-হাওয়া-অফিস Read Next

আর ঘণ্টা কয়েক পরেই ঘূর্ণ...