You will be redirected to an external website

Ronaldinho: রোনাল্ডিনহো-অভিষেক একসঙ্গে ফুটবলের ময়দানে,তৃতীয়ায় বড় চমকের অপেক্ষা

Ronaldinho:-রোনাল্ডিনহো-অভিষেক-একসঙ্গে-ফুটবলের-ময়দানে,তৃতীয়ায়-বড়-চমকের-অপেক্ষা

রোনাল্ডিনহো-অভিষেক একসঙ্গে ফুটবলের ময়দানে

এদিন রোনাল্ডিনহোর সঙ্গে ফুটবল খেলার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের ম্যাচ রয়েছে বাটা ফুটবল স্টেডিয়ামে। সেখানেই অতিথি হিসাবে যাচ্ছেন বিশ্বফুটবল তারকা রোনাল্ডিনহো। সূত্রের দাবি, সেই মাঠেই রোনাল্ডিনহোর সঙ্গে ফুটবল খেলতে দেখা যাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। 

নিজের স্পোর্টিং ইমেজ সব সময়ই তুলে ধরতে চান অভিষেক। নব জোয়ার যাত্রায় গিয়েও বহরমপুরে ফুটবল নিয়ে মাঠে নেমে পড়তে দেখা গিয়েছিল তাঁকে। নিজের লোকসভা কেন্দ্রে যুবদের খেলায় উৎসাহ দিতে কয়েক বছর আগে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব তৈরি করেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে নেমে পড়তে প্রায়শই দেখা যায় ডায়মন্ড হারবারের সাংসদকে। তবে তৃতীয়ার দিন অভিনব মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে বাংলা। বিশ্ববিখ্যাত কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহোর সঙ্গে একই ময়দানে বল নিয়ে ড্রিবল কিংবা কিক দিতে দেখা যাবে অভিষেককে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Weather-:-পুজোর-মধ্যে-নিম্নচাপের-আশঙ্কা!-বাংলা-ও-ওড়িশা-উপকূলেও-প্রভাব-পড়তে-পারে Read Next

Weather : পুজোর মধ্যে নিম্নচা...