বহু মুল্যবান এই ঘড়ি ! সংগৃহীত ছবি
পর্তুগিজ তারকা সিআর সেভেন-র দামি পণ্য সংগ্রহের অভ্যাস বহু দিনের। একাধিকবার এই তারকা ফুটবলার দামি গাড়ি ও বাড়ি কিনেছেন। এবং তারই জেরে সংবাদপত্রের শিরোনামেও উঠেও এসেছেন তিনি। এবার সেই জায়গায় স্থান পেয়েছে একটি ঘড়ি।
সূত্রের খবর, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হাতে নাকি দেখা গিয়েছে ৯২ হাজার পাউন্ড মূল্যের ঘড়ি। ভারতীয় মূদ্রায় যার দাম প্রায় ৯৫ লক্ষ টাকা। অবশ্য এই ঘড়ি সিআর সেভেন নিজে কেনননি। বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক বা জুয়েলারি নির্মাতা কোম্পানি জ্যাকব অ্যান্ড কোম্পানি এই বহু মূল্যের ঘড়িটি উপহার দিয়েছেন।
সম্প্রতি সিআর সেভেন-এর হাতে দেখা যাচ্ছে ওই সবুজ রংয়ের ঘড়িটিতে রয়েছে ২৬টি সাদা হীরা। এবং ঘড়ির সামনে রয়েছে সাত নম্বর জার্সি গায়ে রোনাল্ডোর গল সেলিব্রেশন-এর ছবি। এবং সেখানে একটি জায়গায় সিআর সেভেন স্বাক্ষর যেমন রয়েছে, তেমনই ইংরাজি ভাষায় লেখা রয়েছে সিআর সেভেন।