সুন্দরবনে সেঞ্চুরি করল রয়্যাল বেঙ্গল টাইগার
সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০। রবিবার প্রকাশিত ব্যাঘ্র সুমারিতে এমনই তথ্য উঠে এসেছে। এব্যাপারে ইতিমধ্যে কেন্দ্রকে রিপোর্টও দিয়েছে রাজ্য সরকার। রয়্যাল বেঙ্গল টাইগারের এই সংখ্যা বৃদ্ধি রাজ্য তথা দেশের জন্যও যে সুখবর, তা বলা বাহুল্য।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের মোট সংখ্যা ছিল ৮৮। সম্প্রতি প্রকাশিত ব্যাঘ্র সুমারিতে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০। অর্থাৎ গত ৪ বছরে সুন্দরবনে ১২টি রয়্যাল বেঙ্গল টাইগার বেড়েছে। যা রাজ্য তথা দেশের জন্য খুবই ইতিবাচক।
তবে কেবল সুন্দরবন নয়, সামগ্রিকভাবে গোটা দেশেই বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১৮ সালে যেখানে দেশে মোট বাঘের সংখ্যা ছিল ২৯৬৭টি, বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৮০ টি। অর্থাৎ দেশে গত ৪ বছরে বাঘের সংখ্যা ১০০টিরও বেশি বেড়েছে।