সময়ের আগেই ED দফতরে হাজির রুজিরা
নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার হাজিরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডি-র নোটিস অনুযায়ী, বুধবার সকাল ১১টায় রুজিরার হাজিরা দেওয়ার কথা ছিল। সেই মতো এদিন সকাল থেকে নিরাপত্তাও বাড়ানো হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে। সকাল ১১ টার কয়েক মিনিট আগেই সেখানে পৌঁছে যান রুজিরা। একটি সাদা গাড়িতে তাঁকে প্রবেশ করতে দেখা যায়।
এর আগে কয়লা পাচার মামলায় রুজিরার নাম উঠে এসেছিল। প্রশ্ন উঠেছিল বিদেশে থাকা রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন নিয়ে। সেই মামলাতেও হাজিরা দিয়েছিলেন অভিষেক-পত্নী। তবে নিয়োগ মামলায় এটাই প্রথম হাজিরা তাঁর। নিয়োগ দুর্নীতি মামলায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার নাম সামনে আসার পরই একে একে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর বাবা অমিত বন্দ্যোপাধ্যায়, তাঁর মা লতা বন্দ্যোপাধ্যায়, স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল।
‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থার লেনদেন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে কেন্দ্রীয় সংস্থা। সে কারণেই ওই সংস্থার কর্তাদের সম্পত্তি সংক্রান্ত সব তথ্য চেয়েছিল হাইকোর্ট। এরপরই নোটিস যায় অভিষেকের পরিবারের সদস্যদের কাছে। পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, কেন্দ্রীয় সংস্থা যে সব নথি চেয়েছে, তা দিতেই হবে অভিষেককে। মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছিল আদালত। সেই মতো মঙ্গলবার সন্ধ্যায় গাড়ি করে ইডি দফতরে পৌঁছে দেওয়া হয়েছে নথি। আর আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিষেকের স্ত্রীকে।