ইডি দফতরে হাজিরা রুজিরা! সংগৃহীত ছবি
বিমান বন্দরেরই ইডি তলবের নোটিশ হাতে পায় রুজিরা।মা এর অসুস্থতার কারণেই দুবাই যাচ্ছিলেন রুজিরা বন্দ্যপাধ্যায়।সুপ্রিম কোর্টের তরফে কয়লা পাচার মামলায় তার নামে লুক আউটের নির্দেশ জারি থাকায় বিমানবন্দরেই আটকানো হয় রুজিরাকে।রুজিরাকে এদিন তাঁর বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হতে পারে। কী কারণে রুজিরা বিদেশে যাচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন, এমনকী বিদেশে তিনি যে যাবেন তা কি ইডি দফতরে জানিয়েছিলেন কি না এই সংক্রান্ত চাঁচাছোলা প্রশ্ন করতে পারেন গোয়েন্দারা।
শুধু তাই নয়, রুজিরার বিদেশ যাত্রার বিষয়ে আদালতের ঠিক কী নির্দেশ রয়েছে তাও জানতে চাইতে পারেন গোয়েন্দারা।কয়লা পাচারের একটি মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। রুজিরার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়।তবে সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।রুজিরার ইডি তলব নিয়ে শান্তনু সেন বিস্ফোরক উক্তি করেন বিজেপির ওপর ।
সোমবার কলকাতা বিমানবন্দের বাধার মুখে পড়েন রুজিরা। তাঁকে বিমানে উঠতে বাধা দেন অভিবাসন দফতরের আধিকারিকরা।অভিষেকের দাবি, সুপ্রিম কোর্টের নিয়ম না মেনে তাঁৎ স্ত্রীর বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। স্ত্রী-সন্তানকে গ্রেফতার করলেও তিনি বিজেপির কাছে মাথা নত করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইডি সূত্রে খবর, এদিন সিজিওতে হাজির হলে বেশ কিছু 'কঠিন' প্রশ্নের মুখে পড়তে হতে পারে রুজিরাকেষ।