You will be redirected to an external website

Modi-Putin: মোদীকে ফোন পুতিনের,জি-২০ সামিটে যোগ বিদেশমন্ত্রী

Modi-Putin:-মোদীকে-ফোন-পুতিনের,জি-২০-সামিটে-যোগ--বিদেশমন্ত্রী

জি-২০ সামিটে যোগ দেবেন রাশিয়ার বিদেশমন্ত্রী

জি-২০ সামিটে আসতে পারছেন না। তবে ভারতের পাশেই রয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে এমনই বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি নিজে জি-২০ সামিটে আসতে না পারলেও প্রতিনিধি পাঠাচ্ছেন। রাশিয়ার বিদেশমন্ত্রী সারজেই লাভরোভ জি-২০ সামিটে যোগ দিতে আসবেন বলে প্রধানমন্ত্রী মোদীকে ফোনে জানিয়েছেন পুতিন। 

PMO-র বিবৃতিতে বলা হয়েছে, এদিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে জি-২০ সামিটে প্রতিনিধি পাঠানোর কথা জানান। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে আয়োজিত সামিটে রাশিয়ার প্রতিনিধি হিসাবে বিদেশমন্ত্রী সারজেই লাভরোভ থাকবেন বলে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন পুতিন। এছাড়া তিনি ভারতে আসতে না পারলেও ফোনেই দ্বিপাক্ষিক একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ব্রিকস গ্রুপের বিস্তৃতি, মহাকাশ গবেষণায় সহায়তা থেকে আসন্ন জি-২০ সামিটের বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। 

প্রসঙ্গত, আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে বসতে চলেছে জি-২০ সামিট। জি-২০-ভুক্ত সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা এই বৈঠকে যোগ দিতে আসবেন। কিন্তু, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসার সম্ভাবনা নেই বলে কয়েকদিন আগেই ক্রেমলিনের তরফে জানানো হয়। এবার পুতিন স্বয়ং এই খবরটি নিশ্চিত করলেন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

কর্মসংস্থানের-নতুন-দিশা,৫১-হাজার-যুবকে-চাকরির-নিয়োগপত্র-দিলেন-প্রধানমন্ত্রী- Read Next

কর্মসংস্থানের নতুন দিশা...