কাকু’র স্বাস্থ্যের রিপোর্ট ইডিকে পাঠাতে চলছে এসএসকেএম
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র শারীরিক অবস্থার রিপোর্ট ইডিকে পাঠাতে চলেছে এসএসকেএম কর্তৃপক্ষ। অন্তত তেমনই খবর হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে। ‘আচমকা অসুস্থ হয়ে পড়ায়’ গত শুক্রবার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে এসএসকেএম থেকে জোকা ইএসআই-তে নিয়ে যেতে পারেনি ইডি। অ্যাম্বুল্যান্স নিয়ে গিয়েও ফিরে যেতে হয়েছিল তাদের। ইডিকে এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছিলেন, হঠাৎ রক্তচাপ বেড়ে যাওয়ায় কার্ডিয়োলজির এক নম্বর কেবিন থেকে ‘কাকু’কে আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, সুজয়কৃষ্ণের অ্যাঞ্জিয়োগ্রাফি করে জানা গিয়েছে, তাঁর রক্তনালির বিভিন্ন জায়গায় ক্যালশিয়ার জমেছে। যার ফলে প্লেক তৈরি হয়েছে। যার ফলে হৃদ্যন্ত্রের রক্তবাহী নালিতে রক্তপ্রবাহ ব্যাহত হচ্ছে।
ইডি সূত্রে আগেই জানা গিয়েছিল যে, শুক্রবারই সুজয়কৃষ্ণের গলার স্বরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠাতে চায় তারা। নিয়োগ মামলায় সুজয়কে গ্রেফতার করেছে ইডি। তিনি দীর্ঘ দিন ধরেই এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর গলার স্বরের নমুনা অনেক দিন ধরে সংগ্রহ করার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। কিন্তু বার বার তাতে বাধা আসছে বলে অভিযোগ। এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ইডি প্রশ্ন তুলেছে।