হাসিমুখে ভোট দিলেন সদগুরু
এক মাস আগেই মস্তিষ্কে গুরুতর অস্ত্রোপচার হয়েছে। তবে সেই শারীরিক অসুস্থতাকে নিজের দায়িত্বের মাঝে বাধা হতে দিলেন না। দেশের নাগরিক হিসাবে দায়িত্ব পালন করলেন সদগুরু। সকালেই ভোট দিলেন সদগুরু জাগ্গি বাসুদেব।
আজ থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচনেই ভোট রয়েছে তামিলনাড়ুতে। কোয়েম্বাটোরের একটি কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তিনি। ভোট দেওয়ার পর বুথের বাইরে এসে তিনি ভোটের কালিও দেখান।
প্রসঙ্গত, গত মাসেই দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে হয় সদগুরুকে। তাঁর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার হয়। সেই সময়ে ইশা ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছিল,সদগুরুর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। জীবন-মরণ সঙ্কট তৈরি হয়েছিল। কিন্তু এক মাস ধরে এই শারীরিক অসুস্থতার কথা কাউকে বুঝতে দেননি সদগুরু।চলতি লোকসভা নির্বাচন সাত দফায় হতে চলেছে। আজ প্রথম দফার নির্বাচন। ভোটের ফল প্রকাশ হবে আগামী ৪ জুন।