You will be redirected to an external website

Election 2024: এক মাস আগেই হয়েছিল মস্তিষ্কে অস্ত্রোপচার, হাসিমুখে ভোট দিলেন সদগুরু

Election-2024:-এক-মাস-আগেই-হয়েছিল-মস্তিষ্কে-অস্ত্রোপচার,-হাসিমুখে-ভোট-দিলেন-সদগুরু

হাসিমুখে ভোট দিলেন সদগুরু

এক মাস আগেই মস্তিষ্কে গুরুতর অস্ত্রোপচার হয়েছে। তবে সেই শারীরিক অসুস্থতাকে নিজের দায়িত্বের মাঝে বাধা হতে দিলেন না। দেশের নাগরিক হিসাবে দায়িত্ব পালন করলেন সদগুরু। সকালেই ভোট দিলেন সদগুরু জাগ্গি বাসুদেব।

আজ থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচনেই ভোট রয়েছে তামিলনাড়ুতে। কোয়েম্বাটোরের একটি কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তিনি। ভোট দেওয়ার পর বুথের বাইরে এসে তিনি ভোটের কালিও দেখান।

প্রসঙ্গত, গত মাসেই দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করাতে হয় সদগুরুকে। তাঁর মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার হয়। সেই সময়ে ইশা ফাউন্ডেশনের তরফে জানানো হয়েছিল,সদগুরুর মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। জীবন-মরণ সঙ্কট তৈরি হয়েছিল। কিন্তু এক মাস ধরে এই শারীরিক অসুস্থতার কথা কাউকে বুঝতে দেননি সদগুরু।চলতি লোকসভা নির্বাচন সাত দফায় হতে চলেছে। আজ প্রথম দফার নির্বাচন। ভোটের ফল প্রকাশ হবে আগামী ৪ জুন।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Narendra-Modi:-গ্রামে-বসল-মোবাইল-নেটওয়ার্ক,-প্রথম-ফোনই-এল-প্রধানমন্ত্রীর-কাছ-থেকে… Read Next

Narendra Modi: গ্রামে বসল মোবাইল...