You will be redirected to an external website

উপনির্বাচনে তৃণমূল ভোট না পাওয়াই লক্ষ্মীভাণ্ডার-সহ বিভিন্ন উন্নয়ন থেকে বঞ্চিত সাগরদিঘি !

উপনির্বাচনে-তৃণমূল-ভোট--না-পাওয়াই-লক্ষ্মীভাণ্ডার-সহ-বিভিন্ন-উন্নয়ন-থেকে--বঞ্চিত-সাগরদিঘি-!

উপনির্বাচনে হারের পর তৃণমূলের সাহায্য থেকে বঞ্চিত সাগরদিঘি ! সংগৃহীত ছবি

সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূল কে হারিয়ে ভোটে জয়ের পতাকা ওড়ায় কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ।  কংগ্রেস জেতার পরেই লক্ষ্মী ভান্ডারের টাকাও ব্যাঙ্কে জমা পড়া বন্ধ হয়ে যায় সাগরদিঘির লক্ষ্মী ভান্ডার প্রার্থীদের । বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এই ঘটনা ঘটছে বলে অভিযোগ কংগ্রেসের । আর এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সাগরদিঘির বিডিও অফিসের সামনে ধরনায় বসেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ও তাঁর অনুগামীরা। সেখানে কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসকে দেখা যায়নি। তাঁদের দাবি, ভোটে জিততে না পেরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দিয়েছে তৃণমূল সরকার। যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

গত ২ মার্চ সাগরদিঘী উপনির্বাচনে জয়ী হন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। কংগ্রেসের অভিযোগ, জয়ের পর থেকে রাজ্য সরকারের বিভিন্ন অনুদান বন্ধ হয়ে গিয়েছে সাগরদিঘিতে। কংগ্রেসের গুরুতর অভিযোগ, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন উন্নয়ন থেকে সাগরদিঘি বিধানসভার সাধারণ মানুষকে বঞ্চিত করছে রাজ্য সরকার। এর প্ৰতিবাদে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন করেছেন অধীর চৌধুরী সহ তাঁর অনুগামীরা। বিধায়ক বায়রন বিশ্বাসের গরহাজিরা ঘিরে উঠছে প্রশ্ন। তাঁর আপ্ত সহায়কের সঙ্গে যোগাযোগ করা হলে জানান, বাড়ির কাজে ব্যস্ত রয়েছেন বিধায়ক। তাই ধরনায় যেতে পারেননি। 

এদিকে সাগরদিঘিতে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গিয়েছে, এমনটা মানতে নারাজ প্রশাসন। তাদের বক্তব্য, বিশেষ কোনও কারণে হয়তো সাগরদিঘিতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসতে দেরি হচ্ছে। উপভোক্তারা সকলেই টাকা পেয়ে যাবেন। 

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বেলুড়ে-রাজ্যপালের-হাতে-তুলে-দেওয়া-হল-পবিত্র-গঙ্গাজল-! Read Next

বেলুড়ে রাজ্যপালের হাতে ...