You will be redirected to an external website

Saayoni Ghosh: ভোটপ্রচারে বেরিয়ে অসুস্থ যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী

Saayoni-Ghosh:-ভোটপ্রচারে-বেরিয়ে-অসুস্থ-যাদবপুরের-তৃণমূল-প্রার্থী-সায়নী

ভোটপ্রচারে বেরিয়ে অসুস্থ যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী

ভোটপ্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে হুডখোলা গাড়িতে করে প্রচার করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষমেশ কর্মসূচিই বাতিল করে দিতে হয়।

বৃহস্পতিবার ভাঙড়ের শানপুকুর, ভোগালি-১ ও ভোগালি-২ এলাকায় নির্বাচনী প্রচার করছিলেন সায়নী। রোদের মধ্যেই হুডখোলা গাড়িতে তাঁর প্রচার চলছিল। দলীয় সূত্রে খবর, সেই সময় দলীয় নেতা-কর্মীদের সায়নী জানান যে, তিনি অসুস্থ বোধ করছেন। এর পরেই তাঁকে গাড়ি থেকে নামিয়ে আনা হয়। কিছু ক্ষণ বিশ্রামের পর হুডখোলা গাড়ি ছেড়ে নিজের গাড়িতে করেও প্রচার করেন। কিন্তু নিজের গাড়িতেও অসুস্থ বোধ করায় শেষমেশ তাঁর কর্মসূচি বাতিল করা হয়।

স্থানীয় তৃণমূল নেতাদের বক্তব্য, গরমে অসুস্থ হয়ে পড়েছেন সায়নী। ভাঙড়-২ ব্লকে তৃণমূলের সহ-সভাপতি আদুদ মোল্লা বলেন, ‘‘আজ বাইরে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা। সকাল ৯টা থেকে সায়নী ঘোষ প্রচার করছিলেন। দুপুর ২টো পর্যন্ত প্রচারও করেছেন। তার পরেই উনি অসুস্থ হয়ে পড়েন। এত গরমের মধ্যেও উনি যে ভাবে আমাদের এলাকায় এসেছেন, তাতে আমরা কৃতজ্ঞ।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Calcutta-High-Court:-অভিজিৎকে-এখন-বিরক্ত-নয়,-তদন্তে-স্থগিতাদেশ-দিল-হাই-কোর্ট Read Next

Calcutta High Court: অভিজিৎকে এখন বির...