You will be redirected to an external website

মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘ভাইজান’, বাড়ির দরজায় দাঁড়িয়ে সলমনকে স্বাগত জানালেন মমতা

মুখ্যমন্ত্রীর-বাড়িতে-‘ভাইজান’,-বাড়ির-দরজায়-দাঁড়িয়ে-সলমনকে-স্বাগত-জানালেন-মমতা

কলকাতায় পা রেখেছেন সলমন খান

কলকাতায় পা রেখেছেন সলমন খান। শহরে এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর কালীঘাটের বাড়িতে গেলেন তিনি। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছিল সলমনকে। গন্তব্যে পৌঁছেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করলেন অভিনেতা।সলমনের পরনে ছিল সাদা শার্ট, ডেনিম। চোখে কালো চশমা। অভিনেতার সঙ্গেই ছিলেন তাঁর দেহরক্ষী শেরা। ইতিমধ্যেই একাধিক প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন। তাই স্বাভাবিক ভাবেই তাঁর নিরাপত্তার দিকে বিশেষ খেয়াল রাখা হয়েছিল।হাসিমুখে বেশ কিছুক্ষণ মমতার সঙ্গে কথাবার্তা বললেন সলমন। একসঙ্গে লেন্সবন্দিও হলেন দু'জনে। তাঁদের চাক্ষুষ করতে জড় হয়েছিলেন বহু মানুষ। ছবি তোলার সময়ে চিত্রগ্রাহকদের দেখে হাতও নাড়েন অভিনেতা।

একটি কনসার্টের কারণে কনসার্টে এসেছেন সলমন। তাঁর সঙ্গে কলকাতায় পা রেখেছেন সোনাক্ষী সিনহা, প্রভু দেবা, আয়ুষ শর্মা। শোনা যাচ্ছে, পূজা হেগড়েকেও দেখা যাবে এই কনসার্টে।হাতে একের পর এক কাজ। তারই মধ্যে কনসার্ট করতে ভিন-শহরে। কলকাতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন অভিনেতা। এর পরেই শুরু মঞ্চে ওঠার প্রস্তুতি।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

ঘণ্টায়-১৯০-কিলোমিটার-বেগে-এগোচ্ছে-মোকা,-প্রভাব-থাকবে-কলকাতার-আকাশে Read Next

ঘণ্টায় ১৯০ কিলোমিটার বে...