You will be redirected to an external website

মমতার বাড়িতে আসছেন সলমান খান! কারণ নিয়ে তোলপাড় রাজ্য

মমতার-বাড়িতে-আসছেন-সলমান-খান!-কারণ-নিয়ে-তোলপাড়-রাজ্য

কলকাতায় পা রাখছেন সলমান খান

দীর্ঘ দিন পর কলকাতায় পা রাখছেন সলমান খান। শহরে সাজো-সাজো রব। একটি কনসার্টের কারণে আসছেন তিনি। তাঁর সফর ঘিরে উত্তেজনা তুঙ্গে ভক্তদের৷  কলকাতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন অভিনেতা।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে কলকাতা আসছেল সলমান। শনিবার দুপুর তিনটের পর মমতার কালীঘাটের বাড়িতে হবে দু’জনের সৌজন্য সাক্ষাৎ। ‘বাংলার মিষ্টি’ দিয়ে সলমানকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিশ্ব বাংলার কিছু উপহার সামগ্রীও তুলে দেওয়া হবে সলমানের হাতে। নিজেই লেখা বইও উপহার হিসাবে সলমানের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ইস্টবেঙ্গল মাঠে অনুষ্ঠান করার আগে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সোনাক্ষী সিনহাকে নিয়ে আসার কথা সলমান খানের।

ইতিমধ্যেই একাধিক বার মৃত্যুর হুমকি পেয়েছেন সলমান। কড়া নিরাপত্তার ঘেরাটোপে অভিনেতা। এই কারণেই নাকি তাঁর কলকাতায় আসার দিন পিছিয়ে গিয়েছিল। অবশেষে শহরে পা রাখছেন ‘ভাইজান’। উচ্ছ্বসিত অনুরাগীরা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

‘‘তিন-মাসের-মধ্যে-নিয়োগ-প্রক্রিয়া-শেষ-করতে-হবে’’--বড়-ঘোষণা-মুখ্যমন্ত্রীর Read Next

‘‘তিন মাসের মধ্যে নিয়ো...