You will be redirected to an external website

ভাইজানকে আজীবন সদস্য পদ দিচ্ছে ইস্টবেঙ্গল, থাকছে বিশেষ উপহারও !

১৩ বছর পর কলকাতায় সলমন ! সংগৃহীত ছবি

শনিবার সন্ধ্যায় ইস্টবেঙ্গল তাঁবু মাতাবেন বলিউডের ভাইজান। সেই উপলক্ষে ইস্টবেঙ্গলে সাজো সাজো রব। ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষ্যে এই বিশেষ অনুষ্ঠান। আর এই উপলক্ষে সলমনকে বিশেষ সংবর্ধনা দেবেন ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাবটির কর্তারা।

সলমনকে চিরাচরিত লাল-হলুদ উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হবে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে তৈরি বিশেষ মুদ্রা দেওয়া হবে স্মারক হিসাবে। সলমনের প্রিয় ২৭ নম্বর লাল-হলুদ জার্সি তুলে দেওয়া হবে। দেওয়া হবে ক্লাবের আজীবন সদস্য পদ।

জানা গিয়েছে, সলমনকে চিরাচরিত লাল-হলুদ উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে। সেই সঙ্গে ক্লাবের শতবর্ষ উপলক্ষ্যে তৈরি বিশেষ মুদ্রা দেওয়া হবে স্মারক হিসাবে। আর সলমনের প্রিয় ২৭ নম্বর লাল-হলুদ জার্সিও তুলে দেওয়া হবে তার হাতে। দেওয়া হবে ক্লাবের আজীবন সদস্য পদও।

 শনিবারের অনুষ্ঠানে সলমন বেশ কিছু ফুটবলের উপর সই করবেন। সলমনের সেই সই করা ফুটবলগুলি নিয়ে ক্লাবের রয়েছে বিশেষ পরিকল্পনা।

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Read Next

বঙ্গোসাগরের বুকে ফুঁসছে...