You will be redirected to an external website

Sheikh Shahjahan: জামিন পেলেন সন্দেশখালির শাহজাহান,কী জানাচ্ছে আদালত?

Sheikh-Shahjahan:-জামিন-পেলেন-সন্দেশখালির-শাহজাহান,কী-জানাচ্ছে-আদালত?

অবশেষে জামিন পেলেন সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান

অবশেষে জামিন পেলেন সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান। তবে এখনই তাঁর জেলমুক্তি হবে না। বসিরহাট আদালত সূত্রে খবর, পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলায় জামিন পেয়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত গত ৫ জানুয়ারি। ওইদিন সকালে শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, শাহজাহানের দুটি নম্বরে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। ওই নম্বর দুটি দীর্ঘক্ষণ ব্যস্ত ছিল। পরে একটি নম্বরে ফোন ধরেন শাহজাহান। ইডির কথা শুনে ফোন কেটে দেন। মুহূর্তের মধ্যেই কমপক্ষে ২-৩ হাজার লোক জড়ো হয়ে যান। আধিকারিকদের ঘিরে ধরে বেধড়ক মারধর করা হয় বলেই অভিযোগ। 

সোমবার বসিরহাট জেলা আদালতে তোলা হয় শেখ শাহজাহানকে। এদিন জামিনের আবেদন করেন তিনি। পুলিশের করা সেই স্বতঃপ্রণোদিত মামলায় জামিন পেলেন শাহজাহান। তবে এছাড়াও একাধিক মামলা রয়েছে সন্দেশখালির এই দাপুটে নেতার বিরুদ্ধে। যাতে জামিন মঞ্জুর করেনি বসিরহাট আদালত। ফলত আপাতত জেলেই থাকতে হবে তাঁকে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Election-2024:ধ্যানের-পরে-কন্যাকুমারী-থেকে-দিল্লি-ফেরার-পথে-কী-বার্তা-দিলেন-বিমানে-বসে? Read Next

Election 2024:ধ্যানের পরে কন্যাক...