চোট পেয়েছেন সত্যেন্দ্র জৈন । সংগৃহীত ছবি
দিল্লির তিহার জেলে বাথরুমের মধ্যে পড়ে গেলেন জেলবন্দী দিল্লির প্রাক্তন মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। বুধবার রাতে তিহার জেলের বাথরুমে পা পিছলে পড়ে যান সত্যেন্দ্র জৈন, সামান্য চোট পেয়েছেন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে। সেখানে শারীরিক চেকআপ করা হবে সত্যেন্দ্র জৈনের।
তিহার জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাতে তিহার জেলের বাথরুমে পা পিছলে পড়ে যান সত্যেন্দ্র জৈন। তিনি সামান্য আঘাত পেয়েছেন এবং চেকআপের জন্য দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি কেমন আছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। আপ সূত্রের খবর, বুধবার রাতে তিহার জেলের বাথরুমে মাথা ঘুরে পড়ে যান সত্যেন্দ্র জৈন। তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।