You will be redirected to an external website

চাকরি পেলেন সানা, মেয়ের জন্য আবেগের পোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের

চাকরি-পেলেন-সানা,-মেয়ের-জন্য-আবেগের-পোস্ট-সৌরভ-গঙ্গোপাধ্যায়ের

মেয়ের জন্য আবেগের পোস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের

‌প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা ইনোভারভিতে চাকরির অফার পেলেন।  বর্তমানে বড়দিনের ছুটিতে কলকাতাতেই মা-বাবার সঙ্গে রয়েছেন সানা।

উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে বছর কয়েক আগে যান সানা। স্নাতক স্তরে সেখানেই পড়াশোনা করেন। ইউসিএলে অর্থনীতি নিয়ে স্নাতক হয়েছেন সানা। মাসকয়েক আগে তাঁর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে বিলেতে গিয়েছিলেন সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়। 

এবার মেয়ের চাকরি পাওয়ার খবরে উচ্ছ্বসিত মহারাজ। মেয়ের চাকরি পাওয়ার খবর জানিয়ে সৌরভ বলেন, “‘সানাকে নতুন ভূমিকার জন্য অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ। ওকে এভাবে উন্নতি করতে দেখাটা অসাধারণ এক অনুভূতি। আরও উন্নতি করতে থাকুক এই প্রার্থনাই সব সময় করি।”

ইতিমধ্যেই চাকরিতে যোগ দিয়েছেন সানা। নতুন চাকরির প্রসঙ্গে সৌরভ কন্যা বলেন, “ইন্ডাস্ট্রির সেরাদের সঙ্গে কাজ করতে পারব ইনোভারভি-তে। যে কারণে প্রস্তাব পেয়েই জয়েন করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলি। কেরিয়ারের শুরুতেই এরকম একটা সংস্থায় যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। দশ লক্ষের মধ্যে একজন হয়তো এই সুযোগ পান।”

ইনোভারভিও সানাকে নিজেদের কর্মী হিসাবে পেয়ে আপ্লুত। একটি বিবৃতি দিয়ে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, “সানার মতো প্রতিভাবান কাউকে পাকাপাকিভাবে পরামর্শদাতা হিসাবে পেয়ে তারা খুশি। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Mohan-Bhagwat:-ভিক্টর-বন্দ্যোপাধ্যায়ের-বাড়িতে-মোহন-ভাগবত,সফর-ঘিরে-বিভিন্ন-মহলে-চর্চা-শুরু- Read Next

Mohan Bhagwat: ভিক্টর বন্দ্যোপা...