কয়েক জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস
ফের বাড়বে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কমলা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও মেঘলা আকাশ। আজ ও কাল হালকা থেকে মাঝারি বৃষ্টি। কয়েক জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। তাপমাত্রা কিছুটা কমবে।কলকাতায় মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা কিছুটা কমবে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে তাপমাত্রা ও আদ্রতা জনিত অস্বস্তি।
ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায়। শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে।কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার ১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৪ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
প্রবল বৃষ্টির সম্ভাবনা বিহার, অসম এবং মেঘালয়ে। ভারী বৃষ্টি পূর্বাভাস হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে।একইসঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির আশঙ্কা। এর জেরে উত্তরবঙ্গে নদীর জল স্তর বাড়বে। নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। শষ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা।
মৌসুমী অক্ষরেখা ফিরোজপুর-আম্বালা-বরেলি-গোরখপুর-ধানবাদের পর দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবারের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত উত্তর প্রদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। একটি অক্ষরেখা উত্তর প্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত। যেটি বিহার, সিকিম ও উত্তরবঙ্গের উপর দিয়ে গিয়েছে।