আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উইকএন্ডে বাড়বে তাপমাত্রা, কমবে বৃষ্টি। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে কমবে তাপমাত্রা, বাড়বে বৃষ্টি। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত। রাজ্য থেকে অনেকটা দূরে ছত্তিশগড়ে অবস্থান। মৌসুমী অক্ষরেখাও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে দূরে ওড়িশার দক্ষিণে। দুই সিস্টেমের পরোক্ষ প্রভাবের ফলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বঙ্গে।মৌসুমী অক্ষরেখা জয়সালমীর, উদয়পুর, ইন্দওর, বেতুল, নাগপুর ও গোপালপুর হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নিম্নচাপ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত।
পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত একটি ইস্ট-ওয়েস্ট শিয়ার জোন তৈরি হয়েছে। এটি মহারাষ্ট্র থেকে ছত্তিশগড় হয়ে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গে মৌসুমী অক্ষরেখার পরোক্ষ প্রভাব। মূলত মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আগামীকয়েক দিন বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। উপরের দিকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টি। বৃষ্টির ফলে শনিবার থেকে সোমবারের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৯-৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ২০.২ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬-৩১ ডিগ্রি সেলসিয়াস।ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ড, বিহারে আগামী ২৪ ঘণ্টায়। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যাণ্ড, অরুণাচল প্রদেশ ও ত্রিপুরায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আগামী চার-পাঁচ দিন।