শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে
শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। ফের নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে। ইতিমধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে। আগামিকাল অর্থাৎ বুধবারের মধ্যেই নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে সরে উত্তর-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর এলাকায় বিস্তৃতি লাভ করেছে। ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়া এখন সময়ের অপেক্ষা। ওড়িশা সংলগ্ন উপকূলে নিম্নচাপের প্রভাব বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার পর্যন্ত অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে। মঙ্গল ও বুধবার তাপমাত্রা ফের কমতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস। তারপরও দু’ তিনদিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।