দেড় মাস গরমের ছুটির পর বৃহস্পতিবার খুলছে স্কুল
সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলি খুলতে চলেছে আজ, বৃহস্পতিবার। কিছু বেসরকারি স্কুল দিনকয়েক আগে খুলে গেলেও বেশির ভাগ বেসরকারি স্কুলই আজ খুলছে। তবে এখনও কমেনি গরমের তীব্রতা। চিকিৎসকেরা জানাচ্ছেন, গরম থাকলেও এ বার স্কুল খুলে যাওয়াই ভাল। তবে, সাবধানতা অবলম্বন করে পড়ুয়াদের স্কুলে যেতে হবে। শিক্ষকেরা জানাচ্ছেন, এত দিন পরে স্কুল খুলছে, তাই তাঁরা পড়ুয়াদের জন্য অতিরিক্ত ক্লাসেরও ব্যবস্থা করছেন।
মাঝেমধ্যে বৃষ্টির দেখা মিললেও গরম সে ভাবে কমেনি। তাই চিকিৎসক থেকে শুরু করে প্রধান শিক্ষকেরা জানাচ্ছেন, স্কুলে আসার এবং বাড়ি যাওয়ার সময়ে গরমের হাত থেকে বাঁচতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। শিশুরোগ চিকিৎসক অপূর্ব ঘোষ বলেন, “গরমের মধ্যেই স্কুল খুলে যাক। গরম সহ্য করেই ক্লাস করতে হবে। কোন পড়ুয়ার ভবিষ্যতে কী পেশা হবে, কেউ জানে না। এমন পেশাও তো কারও হতে পারে যে, তাঁকে কাজের জন্য বাইরে বেশি ঘুরতে হবে। তাই এখন থেকেই দরকার গরম সহ্য করে ক্লাস করা। তবে পড়ুয়ারা এখন যেন হালকা পোশাক পরে। বেশি করে জল খায়। স্কুল থেকে ফিরে এসে স্নান করলে ভাল হয়। স্নানের সময়ে কোনও ধরনের তেল না মাখাই ভাল। গরমে রোমকূপ পরিষ্কার থাকা জরুরি।” আর এক শিশুরোগ চিকিৎসক সুচন্দ্রা মুখোপাধ্যায় বলেন, “গরমে রোদের মধ্যে স্কুলের মাঠে ছোটাছুটি করে খেলা থেকে বিরত থাকা ভাল। স্কুল থেকে তীব্র রোদ মাথায় নিয়ে বাড়ি ফেরার পরে সঙ্গে সঙ্গে এসি চালানো যাবে না। তখন সঙ্গে সঙ্গে ঠান্ডা জলও না খাওয়াই ভাল। প্রয়োজনে দিনে দু’-তিন বার স্নান চলতে পারে।”