You will be redirected to an external website

PM Modi: দেশের প্রধানমন্ত্রীর হাতে রাখী পরাল স্কুল পড়ুয়ারা

PM-Modi:-দেশের-প্রধানমন্ত্রীর-হাতে-রাখী-পরাল-স্কুল-পড়ুয়ারা

দেশের প্রধানমন্ত্রীর হাতে রাখী পরাল স্কুল পড়ুয়ারা

বুধবার সারা দেশে পালিত হচ্ছে রাখি বন্ধন উৎসব। আঅর সেই উৎসবে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। দিল্লির একটি সরকারি স্কুলের পড়ুয়ারা তাঁর হাতে বেঁধে দিল রাখি।

রাখিক দিন সকালেই দেশের মানুষকে রাখিবন্ধন উৎসবের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী । সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন  ‘পরিবারের সব সদস্যদের রাখিবন্ধনের শুভেচ্ছা জানাই। ভাই-বোনের অটুট বিশ্বাস ও গভীর ভালবাসার প্রতীক এই উৎসব। রাখি আমাদের সংস্কৃতির পবিত্র প্রতিচ্ছবি। 

আমার বিশ্বাস, এই উৎসবের মাধ্যমে স্নেহ, সদ্ভাব, সৌহার্দ্য সকলের জীবনে ছড়িয়ে পড়বে।’ ভাই-বোনের সম্পর্কে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এদিন ভাইয়ের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে তাঁর কব্জিতে রাখি বেঁধে দেন বোনেরা।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

প্রত্যাহার-করা-হল-লোকসভায়-কংগ্রেসের-দলনেতা-অধীররঞ্জন-চৌধুরীর-সাসপেনশন Read Next

প্রত্যাহার করা হল লোকসভ...