You will be redirected to an external website

পুকুর থেকে উদ্ধার দুর্নীতির তথ্য!

পুকুর-থেকে-উদ্ধার-দুর্নীতির-তথ্য!

তথ্যের খোঁজে পুকুরে চলছে তল্লাশি ! সংগৃহীত ছবি

শুক্রবার দুপুরে বড়ঞার আন্দি গ্রামে বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ একই সময়ে মুর্শিদাবাদেরই রঘুনাথগঞ্জে বিধায়কের শ্বশুরবাড়িতেও পৌঁছে তল্লাশি শুরু করে সিবিআই-এর অন্য একটি দল৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিয়েও তৃণমূল বিধায়ক তা ফেরত দেননি। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর বাড়িতে সিবিআই এদিন হানা গিয়েছেন বলে মনে করা হচ্ছে।

অভিযোগ, জিজ্ঞাসাবাদ চলাকালীন বিকেল ৫টা নাগাদ নিজের দুটো মোবাইল ফোন ছুড়ে বাড়ির পুকুরে ফেলে দেন তৃণমূল বিধায়ক। এরপরই পুকুর ছেঁচে তল্লাশি শুরু হয়। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, শুধু টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া নয়, চাকরিপ্রার্থীদের নামও সুপারিশ করতেন তিনি। বিধায়কের বিরুদ্ধে চাকরির নামে আর্থিক প্রতারণার অভিযোগও উঠেছে। 

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড় চলছে। এর আগেই ভাইরাল হওয়া একটি অডিয়ো ক্লিপে বড়ঞার তৃণমূল বিধায়কের নাম শোনা গিয়েছিল। টাকা নিয়ে চাকরি দিতে না পারায় এক ব্যক্তিকে ৫ লাখ টাকা ফের দেওয়ার কথাও জানিয়ছিলেন তৃণমূল বিধায়ক। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেন তৃণমূল বিধায়ক। আজকের এই সিবিআই হানা নিয়ে এখনও তৃণমূল বিধায়ক বা তাঁর ঘনিষ্ঠ মহলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

AUTHOR :

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

পয়লা-বৈশাখেও-নিয়োগের-দাবিতে-চলল-আন্দোলন-! Read Next

পয়লা বৈশাখেও নিয়োগের দা...