রামনবমীর শোভাযাত্রার অশান্তিকে ঘিরে শিবপুর এলাকায় চলছে ১৪৪ ধারা । সংগৃহীত ছবি
হাওড়ার পর এবার অশান্ত রিষড়ায় যেতে গিয়েও পুলিশের বাধার মুখে পড়লেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার । সোমবার তাঁকে রিষড়ায় যেতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের তরফে জানানো হয়েছে, ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে, তাই কাউকে ঢুকতে দেওয়ার অনুমতি নেই। কিন্তু সুকান্তর অভিযোগ, তাঁকে ইচ্ছা করেই বাধা দেওয়া হয়েছে। প্রতিবাদে রিষড়ার রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন দলের কর্মী, সমর্থকরা। সেখানে যোগ দেন আরেক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোও। বিজেপি কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে
রবিবার সকালে শিবপুরে ঢোকার চেষ্টা করেন বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু পুলিশ তাঁকে আটকে দেয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয় সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে তিনি গেলে আইন ভঙ্গ গবে বলে জানায় পুলিশ। কিন্তু পুলিশের সঙ্গে এই নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপির রাজ্য সভাপতি। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল সেখানে। তিনি দাবি করেছেন চার জনে মিলে তিনি যেতে চান তাতে আইনভঙ্গ হয়না। কিন্তু পুলিশ কিছুতেই তাঁকে সেখানে প্রবেশ করতে দেয়নি।
সিআইডিতে আস্থা নেই এদিন হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি। তিনি দাবি করেছেন সিআইডি রাজ্য পুলিশ একই কাজ করে। দাঁড়িয়ে দাড়িয়ে কেবল অশান্তি দেখেছে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তিনি। এর আগে শুভেন্দু অধিকারী ঘটনার দিন শিবপুরে গিয়ে এনআইএ তদন্তের দাবি করেছিলেন। এবং হাইকোর্টে ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়ে জনস্বার্থ মামলাও দায়ের করেছেন।