সাত বছরের রেকর্ড অতিক্রম করল এই এপ্রিলে গরমের তাপমাত্রা! সংগৃহীত ছবি
সাত বছরের রেকর্ড অতিক্রম করল এই এপ্রিলে গরমের তাপমাত্রা । গরমের শুরুতের পারদের কাঁটা ৪০ এর ঘরে ছুঁয়েছে । এই জ্বালা পোড়া গরমে কড়া সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে ।
গরমের তীব্র উত্তাপে এমনিতেই জ্বলছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। এই পরিস্থিতিতে আরও একটি খারাপ খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ১৪ থেকে ১৭ এপ্রিল গোটা দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই দিনগুলিতে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অথবা তারও বেশি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বইতে পারে লু। বৃষ্টির সম্ভাবনা আপাতত কোথাও নেই।
১৪-১৭ এপ্রিলের মধ্যে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। কলকাতা-সহ অন্য জেলাগুলিতে তাপপ্রবাহ হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শুক্রবার, ১৪ এপ্রিল তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে কলকাতা, হুগলি, হাওড়া এবং পূর্ব বর্ধমানের কিছু এলাকায়। শনিবার অর্থাৎ পয়লা বৈশাখের দিন থেকে দক্ষিণের বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহ শুরু হবে। রোদের তাপে পুড়বে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। প্রতি ক্ষেত্রেই তাপপ্রবাহ চলবে আগামী ১৭ এপ্রিল সোমবার পর্যন্ত।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সময় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ডিগ্রি বেশি থাকবে। গরম আরও বাড়বে দক্ষিণবঙ্গে। আপাতত কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা দেখছেন না আবহবিদেরা। শুধু দক্ষিণবঙ্গ নয়, তীব্র গরম অনুভূত হবে উত্তরেও। উত্তরবঙ্গের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু কিছু এলাকায় তাপপ্রবাহ হতে পারে।