You will be redirected to an external website

Rainfall : ভারী বৃষ্টি দিল্লি, নয়ডায়, জলমগ্ন রাজধানীর কয়েকটি এলাকা

Rainfall-:-ভারী-বৃষ্টি-দিল্লি,-নয়ডায়,-জলমগ্ন-রাজধানীর-কয়েকটি-এলাকা

জলমগ্ন রাজধানীর কয়েকটি এলাকা

শনিবার সকালে ভারী বৃষ্টিতে ভিজল দিল্লি। যার জেরে রাজধানীর বিভিন্ন এলাকায় জল জমেছে। দিনভর আরও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। অন্য দিকে, এখনও বিপদসীমার উপর থাকলেও যমুনা নদীর জলস্তর ধীরে ধীরে নামতে শুরু করেছে। 

দিল্লির পাশাপাশি নয়ডা, গুরুগ্রাম এলাকাতেও শনিবার সকালে বৃষ্টি হয়েছে। তবে দিল্লির মাথাব্যথা যমুনার জল। কেন্দ্রীয় জল কমিশন সূত্রে খবর, পুরাতন রেলওয়ে ব্রিজ এলাকায় সকাল ৬টায় যমুনার জলস্তর ছিল ২০৫.৩৬ মিটার। যমুনার বিপদসীমা ২০৫.৩৩ মিটার। ফলে বিপদসীমার সামান্য উপরে রয়েছে যমুনার জলস্তর। দুপুর ২টোয় এই জলস্তর কিছুটা নেমে ২০৫.৩ মিটার ছুঁতে পারে। 

কিছু দিন আগে যমুনার জলোচ্ছ্বাসে দিল্লির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছিল। গত ১৩ জুলাই যমুনার জলস্তর ছুঁয়েছিল ২০৮.৬৬ মিটার। এমনকি, লালকেল্লার দেওয়ালও ছুঁয়ে ফেলেছিল যমুনার জল। প্লাবিত হয়েছিল দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাট। গত কয়েক দিন আগেও বিপদসীমা পার করেছিল যমুনার জল। যদিও মঙ্গলবার সন্ধ্যায় জলস্তর কমতে শুরু করে। সে দিন সন্ধ্যা ৭টায় যমুনার জলস্তর ছিল ২০৫.৩২ মিটার। তার পর আবার বৃহস্পতিবার বিপদসীমা পার করে যমুনার জল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Earthquake:-গভীর-রাতে-কেঁপে-উঠল-আন্দামানের-মাটি,-রিখটার-স্কেলে-কম্পনের-তীব্রতা-৫.৮ Read Next

Earthquake: গভীর রাতে কেঁপে উঠল ...