বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা
দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় যে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছিল, আপাতত দুই দিনের জন্য সেই তাপপ্রবাহের ইতি পড়তে চলছে। বৃষ্টিতে ভিজবে রাজ্যের একাধিক জেলা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে ,আগামিকাল (শনিবার) কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু আগামিকালই নয়, রবিবার, সোমবার ও মঙ্গলবারও উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। নদিয়া জেলাতেও শনিবার থেকে শুরু করে আগামী কয়েকদিন রোজই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে এই হাওয়া-বদল এবং বৃষ্টির হাত ধরে আগামী কয়েকদিন গ্রীষ্মের প্রচণ্ড গরম থেকে কিছুটা নিস্তার পেতে চলছেন রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আগামী তিন দিনে অনেকটা কমবে তাপমাত্রার পারদ। প্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে তাপমাত্রা। অর্থাৎ, বৃষ্টির হাত ধরে হাঁসফাঁস করা গরম থেকে আগামী কয়েকদিন রেহাই পেতে চলেছেন বঙ্গবাসী। তবে হাওয়া অফিস থেকে এও জানানো হয়েছে, তাপমাত্রার পারদ থেকে রেহাই মিললেও, তা সাময়িক। সোমবার থেকেই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ফের তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। আর মঙ্গলবার থেকে রাজ্যের বিশেষ করে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রার পারদ। আগামী তিন দিন তাপমাত্রা কিছুটা কমলেও, তারপর থেকে আবার ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ চড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ, সপ্তাহান্তে গ্রীষ্মের দাবদাহ থেকে রাজ্যবাসী কিছুটা রেহাই পেলেও আগামী সপ্তাহ থেকে আবার ঊর্ধ্বমুখী হবে রাজ্যের তাপমাত্রা। আবার বাড়বে গরমের অস্বস্তি।