You will be redirected to an external website

ফের দুর্ভোগে পড়তে চলেছেন ব্যান্ডেল থেকে শক্তিগড়ের ট্রেনগামী যাত্রীরা !

ফের-দুর্ভোগে-পড়তে-চলেছেন-ব্যান্ডেল-থেকে-শক্তিগড়ের-ট্রেনগামী-যাত্রীরা-!

প্রায় এক মাস ধরে বাতিল থাকছে হাওড়া ডিভিশনের বেশ কয়েকটি লোকাল ট্রেন! সংগৃহীত ছবি

হাওড়া ডিভিশনের ব্যান্ডেল থেকে শক্তিগড় অংশে কাজ চলায় সোমবার অর্থাৎ ১৭ ই এপ্রিল থেকে ১৯শে মে পর্যন্ত বন্ধ থাকবে বেশ কিছু লোকাল ট্রেন । এই ডিভিশন ব্লক থাকায় দূরপাল্লার ট্রেন পরিষেবা বন্ধ থাকার আশাঙ্কাও বোধ করছেন রেল কর্তৃপক্ষ । পূর্ব রেল জানিয়েছে, বর্ধমান থেকে হাওড়া অভিমুখে আসার ০৩০৫২ নম্বর ট্রেনটি আজ সোমবার ১৭ এপ্রিল বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
 
এমনিতেই গরমে নাজেহাল রাজ্যবাসী তারওপর এই ট্রেন বাতিলের ঘটনা যেনো আরও দুর্ভোগের অংশ হয়ে দাড়ালো যাত্রীদের সম্মুখে ।রক্ষণাবেক্ষণের কাজ চলবে হাওড়া ডিভিশনের ব্যান্ডেল থেকে শক্তিগড় পর্যন্ত অংশে । সোমবার থেকে শুরু করে একমাসেরও বেশি সময় ধরে ডিভিশনের এই অংশে দফায় দফায় পাওয়ার এবং ট্র্যাফিক ব্লক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

সব মিলিয়ে প্রবল গরমে একমাসের বেশি সময় ধরে ফের দুর্ভোগে পড়তে চলেছেন ব্যান্ডেল-শক্তিগড় শাখার একটা বড় অংশের যাত্রীরা। পূর্ব রেল জানিয়েছে, বর্ধমান থেকে হাওড়া অভিমুখে আসার ০৩০৫২ নম্বর ট্রেনটি আজ সোমবার ১৭ এপ্রিল বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, বর্ধমান থেকে ছাড়ার ০৩০৫২ ট্রেনটি এবং হাওড়া থেকে ছাড়ার ৩৭৮৫৭ ট্রেনটি ২৯ এপ্রিল, ৪ মে, ৬ মে, ৮ মে, ১১ মে, ১৩ মে, ১৪ মে, ১৬ মে, এবং ১৮ মে বাতিল থাকবে।

এছাড়া হাওড়া থেকে ছাড়ার ০৩০৫১ নম্বর ট্রেনটি বাতিল থাকছে ১৮ এপ্রিল, ৩০ এপ্রিল, ৫ মে, ৭ মে, ৯ মে, ১২ মে, ১৪ মে, ১৫ মে, ১৭ মে এবং ১৯ মে । ব্যান্ডেল থেকে ছাড়ার ৩৭৭৮১ নম্বর ট্রেন এবং বর্ধমান থেকে ছাড়ার ৩৭৭৮২ এবং ৩৭৮১২ নম্বর ট্রেনগুলি বাতিল থাকবে ওই দিনগুলিতে।

রক্ষণাবেক্ষণের কাজের জন্য দূরপাল্লার যে ট্রেনগুলোর পরিষেবা ব্যাহত হচ্ছে, তার মধ্যে রয়েছে ১৩০২৭ হাওড়া - আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। এই ট্রেনটি ২৯ এপ্রিল, ৪ মে, ৬ মে, ৮ মে, ১১ মে, ১৩ মে, ১৪ মে, ১৬ মে এবং ১৮ মে বাতিল রাখা হবে। একইসঙ্গে ১৩০২৮ আজিমগঞ্জ – হাওড়া কবিগুরু এক্সপ্রেসও বাতিল থাকছে ৩০ মে, ৫ মে, ৭ মে, ৯ মে, ১২ মে, ১৪ মে, ১৫ মে, ১৭ মে এবং ১৯ মে।

রেলোর এই রক্ষণাবেক্ষণের কাজের জন্য বাতিল করা হয়েছে বেশ কয়েকটি লোকাল ট্রেন । এই দুর্ভোগের ঝক্কি কিছুটা কমানোর জন্যই যাত্রা পথ পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেনের । এই দুটি ট্রেন সাধারণত চলত মেইন লাইন দিয়ে সেই মেইন লাইনের বদলে চলবে কর্ড লাইনের ওপর দিয়ে । 

AUTHOR :Rita Ghosh

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বিজেপি-থেকে-কংগ্রেসে-যোগদান-প্রাক্তন-মুখ্যমন্ত্রীর-! Read Next

বিজেপি থেকে কংগ্রেসে যো...