You will be redirected to an external website

Local Train: আবার শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল, সপ্তাহান্তে ফের ভোগান্তি আশঙ্কা

Local-Train:-আবার-শিয়ালদহ-শাখায়-ট্রেন-বাতিল,-সপ্তাহান্তে-ফের-ভোগান্তি-আশঙ্কা

শনি ও রবিবার বাতিল থাকবে বেশ কিছু লোকাল ট্রেন

শনি ও রবিবার বাতিল থাকবে বেশ কিছু লোকাল ট্রেন। শনিবার রাত সাড়ে দশটা থেকে রবিবার সকাল সাড়ে ছ’টা পর্যন্ত দমদম ও বরাহনগর স্টেশনের মাঝে আপ লাইনে কাজ চলবে। পাশাপাশি দমদম ও বেলঘড়িয়া স্টেশনের মাঝেও আপ ও ডাউন উভয় লাইনে কাজ চলবে শনিবার রাত ১১টা ৪০ মিনিট থেকে রবিবার ভোর ৫টা ৪০ মিনিট পর্যন্ত। সেই কারণে ওই সময়ের জন্য বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার শিয়ালদহ ডানকুনি লাইনে বাতিল থাকছে আপ ৩২২৪৯ ও ডাউন ৩২২৫২ লোকাল। রবিবার শিয়ালদহ-ডানকুনি লাইনে বাতিল থাকছে, আপ ৩২২১১, আপ ৩২২১৩, আপ ৩২২১৫ ও আপ ৩২২১৭ লোকাল এবং ডাউন ৩২২১২, ডাউন ৩২২১৪, ডাউন ৩২২১৬ ও ডাউন ৩২২১৮ লোকাল। পাশাপাশি শনিবার বেশ কিছু মেইল ও এক্সপ্রেস ট্রেনেরও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শিয়ালদহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্লাটফর্মে কাজের জন্য তিন দিন বেশ কিছু লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যার জেরে সমস্যায় পড়েছিলেন প্রচুর নিত্যযাত্রী। আর এবার ফের সপ্তাহান্তে শিয়ালদহ-ডানকুনি লাইনে বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Modi-in-G7-Summit:-জেলেনস্কি,-ম্যাক্রঁ,-সুনকের-সঙ্গে-পর-পর-বৈঠক-মোদীর!-অপেক্ষায়-পোপ,-মেলোনি Read Next

Modi in G7 Summit: জেলেনস্কি, ম্যাক...