You will be redirected to an external website

টানা ২০ দিন শিয়ালদহ শাখার বেশ কিছু লোকাল বাতিল, ফের যাত্রী ভোগান্তি

টানা-২০-দিন-শিয়ালদহ-শাখার-বেশ-কিছু-লোকাল-বাতিল,-ফের-যাত্রী-ভোগান্তি

টানা ২০ দিন শিয়ালদহ শাখার বেশ কিছু লোকাল বাতিল

কাজ মিটলেও দুর্ভোগ কাটেনি। পর পর কয়েক দিন নির্ধারিত সময়ের থেকে দেরি করে চলেছে ট্রেন। শুধু তা-ই নয়, লাইনে একের পর এক ট্রেন দাঁড়িয়ে ছিল। সেই অভিজ্ঞতা আবারও ফিরতে পারে বলে আশঙ্কা করছেন শিয়ালদহের উত্তর শাখায় যাতায়াতকারী যাত্রীরা। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের আধুনিকীকরণ এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা ২০ দিন ব্যাহত হবে ট্রেন চলাচল।

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে? রেলের তরফে জানানো হয়েছে, ৩০৩৫১ এবং ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত, ৩৩৩১১ বারাসত-হাসনাবাদ, ৩০৩২২ হাসনাবাদ-বিবাদী বাগ, ৩০১৪৫ বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি, ৩০৩৫৭ মাঝেরহাট-মধ্যমগ্রাম, ৩০৩৫৮ মধ্যমগ্রাম-মাঝেরহাট, ৩০৩৬১ মাঝেরহাট-হাসনাবাদ, ৩৩২৮২ হাসনাবাদ-দমদম, ৩৩২৩১ দমদম-ব্যারাকপুর, ৩৩২৩২ ব্যারাকপুর-দমদম, ৩৩২৭১ দমদম-গোবরডাঙা, ৩৩৬৮৬ গোবরডাঙা-শিয়ালদহ, ৩০৩৩৩ মাঝেরহাট-হাবড়া, ৩০৩৩২ হাবড়া-মাঝেরহাট, ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর, ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট, ৩৩৪২৫ শিয়ালদহ-বারাসত, ৩১২২৩ শিয়ালদহ-ব্যারাকপুর, ৩০১১৬ ব্যারাকপুর-বিবাদী বাগ, ৩০১১৩ বিবাদী বাগ-ব্যারাকপুর, ৩১২৪২ ব্যারাকপুর-শিয়ালদহ এবং ৩০৩১২ বারাসত-মাঝেরহাট।

পাশাপাশি, ৩০৩৩১ মাঝেরহাট-হাবড়া লোকাল ছাড়বে বারাসত থেকে। দমদম ক্যান্টনমেন্ট থেকে মিলবে ৩০৩১১ মাঝেরহাট-হাবড়া লোকাল। একই সঙ্গে ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে ছাড়বে। এই ট্রেনটি আপ কর্ড লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। যাত্রীদের ভোগান্তি হতে পারে, সে কথা জানিয়ে আগাম ক্ষমাও চেয়েছে পূর্ব রেল।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট�...

Election-2024:-প্রচারে-বেরিয়ে-আবার-‘ক্ষোভের’-মুখে-শতাব্দী... Read Next

Election 2024: প্রচারে বেরিয়ে আবা...

Related News