You will be redirected to an external website

Kashmir: বাংলা যখন পুড়ছে গরমে, কাশ্মীরে তখন ক্রমাগত বৃষ্টি, তুষারে বিপর্যস্ত

Kashmir:-বাংলা-যখন-পুড়ছে-গরমে,-কাশ্মীরে-তখন-ক্রমাগত-বৃষ্টি,-তুষারে-বিপর্যস্ত

কাশ্মীরে বরফ ধসের একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে

 সোমবার কাশ্মীরের সোনমার্গে নেমেছে বরফধস। বরফে ঢেকে রয়েছে গুলমার্গও। ভারী বৃষ্টির কারণে জম্মু এবং কাশ্মীরের বিভিন্ন অংশে ধস নেমেছে। ধসের কারণে সোমবার বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। কাশ্মীরকে বাকি দেশের সঙ্গে জুড়েছে যে সড়ক, তা বন্ধ থাকায় বিপাকে বহু মানুষ। পণ্য পরিবহণেও সমস্যা হচ্ছে। প্রবল গরম আর তীব্র তাপপ্রবাহে পশ্চিমবঙ্গ-সহ দেশের পূর্বের রাজ্যগুলি যখন হাঁসফাঁস করছে, তখন উল্টো ছবি কাশ্মীরে।

কাশ্মীরে বরফ ধসের একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, সোনমার্গে পাহাড় বেয়ে নামছে বরফ। পাহাড়ের পাদদেশে থাকা ছুটে পালাচ্ছেন। 

কাশ্মীরের সঙ্গে বাকি দেশের সংযোগ রক্ষাকারী জম্মু-শ্রীনগর জাতীয় সড়কেও ধস নেমেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, সেখানে মেহার, গাঙ্গরু, মম পাসি, রম্বান জেলার কিস্তওয়ারি পাথেরে ধস নামার কারণে সোমবার বন্ধ সড়ক। জম্মু, পুঞ্চ এবং রাজৌরিকে কাশ্মীরের সোপিয়ান জেলার সঙ্গে জুড়েছে মুঘল রোড। পির কি গলি এবং সংলগ্ন এলাকায় তুষারপাতের কারণে ওই রাস্তা গত তিন দিন ধরে বন্ধ। 

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

বড়বাজারের-প্লাস্টিকের-গুদামে-আগুন,ঘটনাস্থলে-প্রথমে-দমকলের-সাতটি-ইঞ্জিন-এসে-পৌঁছয় Read Next

বড়বাজারের প্লাস্টিকের ...