You will be redirected to an external website

Gujarat Flood: ফুঁসছে নর্মদা, ভেসে যাচ্ছে বাড়ি-গাড়ি, ১২ ঘণ্টাতেই বিপুল পরিমাণ বৃষ্টিপাত

Gujarat-Flood:-ফুঁসছে-নর্মদা,-ভেসে-যাচ্ছে-বাড়ি-গাড়ি,-১২-ঘণ্টাতেই-বিপুল-পরিমাণ-বৃষ্টিপাত-

জলপ্লাবনে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একাধিক গ্রাম

একনাগাড়ে ভারী বৃষ্টি। তার উপরে বাঁধ থেকে ছাড়া হচ্ছে জল। দুই মিলিয়ে বানভাসী গুজরাট। জলপ্লাবনে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে একাধিক গ্রাম। আহমেদাবাদ, সুরাট, ভারুচ সহ একাধিক জায়গাতেও হাঁটু থেকে কোমর সমান জল জমেছে। এদিকে নর্মদা বাঁধ থেকে জল ছাড়ার কারণে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বিপদ এড়াতে আপাতত স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবার দুপুর অবধি আহমেদাবাদে ৭৬ মিমি বৃষ্টি হয়েছে। মাত্র ১২ ঘণ্টাতেই বিপুল পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কারণে বিপর্যয় হয়েছে সাধারণ জনজীবন। গুজরাটের কমপক্ষে ৭টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। শহরগুলিতে সতর্কতাবশে আন্ডারপাসগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, লাগাতার বৃষ্টিতে নর্মদা নদীর উপরে সর্দার সরোবর বাঁধও পরিপূর্ণ হয়ে যাওয়ায় রবিবার সেখান থেকে জল ছাড়া হয়েছে। এরফলে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বাকি রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Anubrata-Mondal:-অনুব্রতের-জামিন-মামলায়-সিবিআইকে-নোটিস-সুপ্রিম-কোর্টের Read Next

Anubrata Mondal: অনুব্রতের জামিন-ম...