You will be redirected to an external website

heatwave: কলাইকুণ্ডা ৪৭ ডিগ্রি পার,দক্ষিণবঙ্গ জুড়েই তীব্র তাপপ্রবাহ, ছোবল উত্তরেও

heatwave:-কলাইকুণ্ডা-৪৭-ডিগ্রি-পার,দক্ষিণবঙ্গ-জুড়েই-তীব্র-তাপপ্রবাহ,-ছোবল-উত্তরেও

দক্ষিণবঙ্গ জুড়েই তীব্র তাপপ্রবাহ, ছোবল উত্তরেও

শুধু দক্ষিণবঙ্গ নয়, তাপপ্রবাহের কবলে পড়ল উত্তরবঙ্গও৷ আবহাওয়া দফতরের পরিসংখ্যান থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে রীতিমতো ভয় ধরারই কথা৷ সেই পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার কলকাতা সহ গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়েই ছিল তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি৷মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে৷ সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১০.৪ ডিগ্রি বেশি৷

আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গ জুড়ে পরিস্থিতির খুব একটা বদল হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস৷ ফলে গরম নিয়ে উদ্বেগ ক্রমশই বাড়ছে৷আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতা ছাড়াও সল্টলেক, দমদম, ব্যারাকপুর অঞ্চলও তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছিল৷ কলকাতায় রেকর্ড ভেঙে তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে পৌঁছেছিল৷ সেখানে ব্যারাকপুরের তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস৷অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডাতেই মঙ্গলবার দক্ষিণবঙ্গের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল৷ এ দিন কলাইকুণ্ডার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস৷

কলাইকুণ্ডার সঙ্গে পাল্লা দিয়েছে পানাগড় (৪৫.৬ ডিগ্রি), বাঁকুড়া (৪৫.১)৷ মেদিনীপুরেও সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৪৫.৫ ডিগ্রি সেলসিয়াসে৷ পুরুলিয়া, বীরভূম, বর্ধমানেও সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ছিল৷

AUTHOR :RIMA

ষষ্ঠীতে-ঝলমলে-আকাশ,-অষ্টমীর-সকাল-থেকেই-বৃষ্টিতে-ভিজবে-দক্ষিণবঙ্গের-একাধিক-জেলা Read Previous

ষষ্ঠীতে ঝলমলে আকাশ, অষ্ট...

Abhishek-Banerjee:-এক-সপ্তাহের-মধ্যে-মুখোশ-খুলব...!তথ্য-'ফাঁস'-করার-হুঁশিয়ারি-অভিষেকের Read Next

Abhishek Banerjee: এক সপ্তাহের মধ্য...